27 May 2024

এই টোটকায় মুখে কোনওদিন বলিরেখা পড়বে না

credit: istock

TV9 Bangla

প্রকৃতির নিয়মে বার্ধক্য আসে। কিন্তু বয়সের আগে মুখে বলিরেখা, দাগছোপ জোরাল হলে, সচেতন হওয়া দরকার। ত্বকের যত্ন নেওয়া দরকার।

ত্বকের বার্ধক্যকে কোনওভাবেই প্রতিরোধ করা যায় না। তবে, কিছু টোটকা মানলে আপনি বার্ধক্যের প্রক্রিয়াকে ধীর করে দিতে পারেন।

বার্ধক্যের প্রক্রিয়াকে ধীর করে দিতে আমন্ড তেল ব্যবহার করা শুরু করুন। ত্বকের যত্নে আমন্ড অয়েল দুর্দান্ত কাজ করে।

আমন্ড অয়েল হল এমন একটি তেল, যা ত্বককে আর্দ্রতা জোগানোর পাশাপাশি বলিরেখা প্রতিরোধে সাহায্য করে। বাড়ায় ত্বকের জেল্লা।

আমন্ড অয়েলের মধ্যে ভিটামিন ই রয়েছে, যা ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং অক্সিডেটিভ চাপ কমায়।

আমন্ড অয়েল ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করে। এতে বলিরেখা, দাগছোপ পড়ার সম্ভাবনা অনেকটা কমে যায়।

রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাল করে মুখ ধুয়ে নিন। এরপর কয়েক ফোঁটা আমন্ড অয়েল নিয়ে মুখে ভাল করে মালিশ করুন।

ত্বক সমস্ত তেল শুষে নেওয়া পর্যন্ত আমন্ড অয়েল ত্বকে মালিশ করুন। এরপর ভিজে রুমাল দিয়ে মুখে মুছে নিন। এরপর নাইট ক্রিম মেখে নিন।