20  July, 2025

ফেরাতে চান ত্বকের হারানো জেল্লা? এক পিস আপেলেই হবে কামাল!

Credit - Pinterest 

TV9 Bangla

চিকিৎসকরা জানান, রোজকার ডায়েটে একখানা আপেল রাখলে আর ওষুধের দরকার পড়বে না। বহু রোগের ঝুঁকি কমিয়ে দেয় আপেল।

শরীর ভালো রাখার পাশাপাশি আপেল ত্বক পরিষ্কার ও ত্বককে স্বচ্ছ করে দেয়। এ বার তাই দেরি না করে জেনে নিন কীভাবে মুখে মাখবেন আপেল।

নিস্প্রাণ ত্বকে জান এনে দিতে আপেলের ফেসপ্যাক মাখতে পারেন। আপেলে রয়েছে বেশি মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট। যা ত্বকে প্রাণ এনে দিতে পারে।

আপেলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে ফ্রি ব়্যাডিকেলের হাত থেকে বাঁচাতে পারে। সেই সঙ্গে ত্বকে কোলাজেন গঠনেও সহায়তা করে।

এক টুকরো আপেলের ফেস প্যাক লাগাতেই মুখ করবে চকচক। আপেল, টক দই ও লেবুর রস মিশিয়ে ফেস প্যাক বানাতে পারেন। ত্বকের দাগছোপ ও ট্যান পরিষ্কার করে।

আপেলের রসের সঙ্গে চন্দনের গুঁড়ো মিশিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এই ফেসপ্যাক ত্বকের জেল্লা বাড়ায়। সেইসঙ্গে ব্রণর সমস্যা দূর করে।

আপেলের পেস্টের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মাখতে পারেন। হলুদে আছে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি অক্সিডেন্ট। ব্রণ, ফুসকুড়ি, ট্যান ও ত্বকের দাগছোপ দূর করে।

আপেল ও মধু মিশিয়ে ফেসপ্যাক বানাতে পারেন। যা ত্বকের জেল্লা বাড়ানোর পাশাপাশি মুখের আর্দ্রতা বজায় রাখে। ত্বকের ক্ষত সারাতে পারে।