27 February 2024
২ উপাদান হোয়াইটহেডস হবে উধাও
credit: istock
TV9 Bangla
একটু গরম বাড়তেই ত্বক তেলতেল ভাবও বেড়েছে। আর তৈলাক্ত ত্বকে যত বেশি সমস্যা। যেমন বাড়ে হোয়াইটহেডসের সমস্যা।
সঠিক পরিচর্যার অভাবে ত্বকের ময়লা, তেল, মৃত কোষ জমে রোমকূপের মুখ বন্ধ হয়ে যায়। এখান থেকে সংক্রমণ দেখা দেয়।
ত্বকের এই সংক্রমণকেই হোয়াইটহেডস বলে। সাদা হয়ে ফুলে ওঠে। এই হোয়াইটহেডস তাড়াতে ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন।
মুখ থেকে হোয়াইটহেডস দূর করতে মধু ও দারুচিনির সাহায্য নিন। দুই উপাদান রোমকূপ থেকে টক্সিন দূর করে এবং হোয়াইটহেডস কমায়।
মধু ও দারুচিনির ফেসপ্যাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি ত্বকের সমস্যা ও প্রদাহ কমায়।
এই ফেসপ্যাক গভীরে গিয়ে রোমকূপ পরিষ্কার করে। পাশাপাশি ত্বকের সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে। এতে হোয়াইটহেডসের সমস্যা কমে।
১ চামচ মধুর সঙ্গে ১/২ চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে মেখে নিন। ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।
এই ফেসপ্যাক ত্বককে এক্সফোলিয়েট করে, বার্ধক্যের লক্ষণ কমায়, মৃত কোষ পরিষ্কার করে এবং ব্রণ ও হোয়াইটহেডস দূর করে।
আরও পড়ুন