13 JUN 2025

গরমেও ত্বকের উজ্জ্বলতা কমবে না এক ফোঁটা! শুধু চাই এই জল  

credit:TV9

TV9 Bangla

ডাবের জল হল প্রকৃতির এক অনন্য উপহার। শরীর তো বটেই আমাদের ত্বকেও উপকারে আসে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড ও খনিজ উপাদান, যা সুস্থ ত্বক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ত্বককে হাইড্রেট করতেও সাহায্য করে। ডাবের জল ত্বকের গভীর পর্যন্ত আর্দ্রতা পৌঁছে দিতে পারে, যা শুকনো ও ত্বক টেনে ধরা ভাব দূর করে।

বলিরেখা ও বুড়োভাবও কমায়। অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানে সমৃদ্ধ হওয়ায় এটি বলিরেখা হ্রাস ও অকালবার্ধক্য রোধে সহায়তা করে। রোদে পোড়ার ঘরোয়া সমাধানও বটে। রোদে পোড়া ও কালো দাগ হালকা করতে চাইলে আক্রান্ত স্থানে ডাবের জল ব্যবহার করুন।

ত্বক উজ্জ্বল ও টানটান রাখতে সাহায্য করে। ডাবের জল কোলাজেন উৎপাদন বাড়াতে পারে, যা চামড়ার স্থিতিস্থাপকতা ও ঔজ্জ্বল্য বজায় রাখে।

অ্যাকনে ও ব্রণের উপশমে সহায়তা করে। ডাবের জলে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ, যা ব্রণ হ্রাস ও নতুন ব্রণ হওয়া আটকায়।

প্রাকৃতিক টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। মুখ ধোয়ার পর টোনার হিসেবে একটা তুলোয় সামান্য ডাবের জল নিয়ে আলতো করে ঘষলে ঘরোয়া টোনিং সম্পন্ন হয়।

মেকআপ রিমুভার ও ক্লিনজার হিসেবে কাজ করে। ডাবের জল আলাদা বা নারকেল কলাই মিশিয়েও ব্যবহার করতে পারবেন।

হালকা ও সুন্দর ক্লিনজার হিসেবে, যা ময়লা ও মেকআপ ভাল করে পরিষ্কার করতে শাহায্য করে। এদিকে কোনও রাসায়নিক না থাকায় রিঅ্যাকশনের ভয় থাকে না।