1 May, 2024

গরমে কফি খাবেন না, গায়ে মাখুন

credit: istock

TV9 Bangla

গরমে কফি খাওয়া চলবে না। কফি থাকা ক্যাফেইন নামের যৌগ শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। তবে, গরমে কফি ছুঁয়ে দেখতে পারেন।

না খেলেও কফি দিয়ে ত্বকের পরিচর্যা করতে পারেন। গরমে ঘাম, দূষণে ত্বকের দশা বেহাল হয়ে পড়ে। এই সময় কাজে আসতে পারে কফি।

র‍্যাশ, ট্যান, ব্রণ, তৈলাক্ত ভাব থেকে অনায়াসে মুক্তি দিতে পারে কফি। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জৌলুস ধরে রাখে সাহায্য করে।

কফি ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। নিয়মিত কফি ব্যবহার করলে এটি মরা চামড়া পরিষ্কার করে নরম ত্বক এনে দেয়।

হাত ও পায়ের পাতার ট্যান তুলতে কফি ব্যবহার করতে পারেন। ২ চামচ কফির সঙ্গে ২ চামচ চিনি ও ৩ চামচ নারকেল তেল মিশিয়ে নিন।

এই বডি স্ক্রাব হাত ও পায়ের পাতার ঘষে নিন। ৩-৫ মিনিট স্ক্রাব করার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। এটি ট্যান, মরা কোষ তুলে দেবে।

ত্বকের দাগছোপ তুলতেও কফি ব্যবহার করুন। কফির গুঁড়োর সঙ্গে কোকো, দুধ, লেবুর রস ও মধু মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন।

স্নানের আগে এই ফেসপ্যাক ত্বকে মাখুন। মিনিট দশেক রেখে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের দাগছোপ দূর হবে এবং জেল্লা বাড়বে।