21 February 2024
মুখের চটজলদি জেল্লা ফেরান ২ মিনিটে
credit: istock
TV9 Bangla
বিয়েবাড়ি হোক বা অফিসের পার্টি— চটজলদি জেল্লা আনবে এমন প্রসাধনীর খোঁজে থাকে সকলে। কিন্তু এমন প্রসাধনী খুঁজে পান কি?
বাজারচলতি অনেক প্রসাধনীই ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে পারে। কিন্তু শেষ মুহূর্তে নতুন পণ্য দিয়ে এক্সপেরিমেন্ট করা উচিত নয়।
প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে পারেন। টক দই ও মধুর ফেসপ্যাক ব্যবহার করলেই ত্বকে নজরকাড়া জেল্লা পাবেন।
টক দইয়ের মধ্যে ল্যাক্টিক অ্যাসিড রয়েছে, যা ত্বককে এক্সফোলিয়েট করে। ত্বককে মসৃণ করে তোলে এই ফেসপ্যাক।
টক দই ও মধুর ফেসপ্যাক ত্বকের সজীবতা বজায় রাখতে সাহায্য করে। এই ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক কোমল ও মসৃণ হয়ে ওঠে।
টক দই ও মধুর ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের অকাল পক্কতা প্রতিরোধ করা যায়। বলিরেখা তাড়াতে ভরসা রাখুন এই দুই উপকরণের উপর।
টক দই ও মধুর ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক থেকে ট্যান উঠে যায়। কিন্তু কীভাবে এই টক দই ও মধুর ফেসপ্যাক ব্যবহার করবেন?
২ চামচ টক দইয়ের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজার মেখে নিন।
আরও পড়ুন