03 April, 2024
মাত্র ২টি উপাদানে বানিয়ে ফেলুন হেয়ার অয়েল
credit: istock
TV9 Bangla
মেথি ভেজানো জল যতই উপকারী হোক, খেলে কারওই ভাল লাগে না। কিন্তু চুলের সমস্যা দূর করতে হলে মেথি দানারই সাহায্য নিতে হবে।
টাকে নতুন চুল গজানো থেকে শুরু করে খুশকি দূর করতে বিশেষ সাহায্য করে মেথির দানা। চুল পড়াতে দুর্দান্ত কাজ করে মেথির দানা।
মেথি দানার মধ্যে ভিটামিন এ, বি, সি, কে, প্রোটিন, ক্যালশিয়াম, ফসফেট, ফলিক অ্যাসিডের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে, যা চুলের জন্য অপরিহার্য।
চুলকে বিভিন্ন ধরনের ক্ষয়ের হাত থেকে প্রতিরোধ করে মেথি দানা। নিয়মিত চুলে মেথির তেল ব্যবহার করলে অনেক সমস্যাই কমে যাবে।
মাত্র দু'টি উপাদান দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মেথির তেল। ১ কাপ নারকেল তেল নিন। এতে ১ চামচ মেথি দানা মেশান।
এবার এই মেথি মেশানো নারকেল তেল ভাল করে ফুটিয়ে নিন। কম আঁচে রাখবেন। মেথির রং লালচে হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন।
মেথির তেল ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিয়ে কাচের শিশিতে ভরে রাখুন। স্নানের ৩০ মিনিট আগে এই মেথির তেল স্ক্যাল্পে মালিশ করুন।
সপ্তাহে ৩-৪ দিন আপনি মেথির তেল মাখতে পারেন। এতে চুল পড়া, পাকা চুলের সমস্যা ইত্যাদি ধীরে ধীরে কমে যাবে।
আরও পড়ুন