9 February 2024

চুল ও ত্বকের দেখভালে পারদর্শী রসুনের তেল

credit: istock

TV9 Bangla

যাঁরা সব সময় ত্বকের সমস্যা যাঁরা ভোগেন, তাঁদের রসুনের তেল অত্যন্ত কার্যকরী একটি উপাদান হিসেবে বিবেচিত হয়।                                                                  

একটি গবেষণায় দেখা গিয়েছে, রসুনে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ফাঙ্গালের বৈশিষ্ট্য।                                                                  

যা সবচেয়ে মারাত্মক সংক্রমণের মহাষৌধি হিসেবে চিকিত্‍সা করা হয়। এক সপ্তাহের জন্য দিনে একবার করে ব্যবহার করুন।                                                                  

কিছুদিন পরেই পার্থক্যটা বুঝতে পারবেন। রসুনের তেল ব্রণর সমস্যা থেকেও মুক্তি দিতে পারে।                                                                  

রসুনের তেলে রয়েছে সালফার, ভিটামিন ই, ও সি , যা মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করে। চুল ফেটে যাওয়ার মতো সমস্যা দূর করে।                                                                  

চুলের গোড়া মজবুত করতেও এই তেলের বিকল্প কিছু নেই। সামান্য পরিমাণে তেল নিয়ে মাথার ত্বকের মাসাজ করতে পারেন।                                                                  

বাড়িতেই কীভাবে রসুনের তেল বানাবেন, তা জেনে নিন। রসুনের সঙ্গে লবঙ্গ গুঁড়ো করে মিশিয়ে নিন। এবার সসপ্যানে কয়েক ফোঁটা অলি্ভ অয়েল দিয়ে তা ভেজে নিন।                                                                  

৫-৮ মিনিটের জন্য গরম করুন। এবার ঠান্ডা হয়ে গেলে প্যানটি থেকে একটি কন্টেনারের মধ্যে এয়ারটাইট অবস্থায় রেখে দিতে পারেন।