23 March 2023
১ চামচ মৌরিতে কমবে চুল পড়া
credit: istock
TV9 Bangla
ঘন, লম্বা ও কালো চুল অনেকেরই স্বপ্ন। কিন্তু স্বপ্ন বেশিরভাগ মানুষেরই অধরা থেকে যায়। বরং, আজকাল অনেকেই নাজেহাল চুল পড়া নিয়ে।
ঠিকমতো চুলের যত্ন না নেওয়ার কারণেই বাড়ে চুল পড়ার সমস্যা। নামীদামী শ্যাম্পু, হেয়ার মাস্ক ব্যবহার করলেই যে চুল পড়া কমবে এমন নয়।
অনেক সময় প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে মনের মতো চুল পাওয়া যায়। চুলের হাল ফেরাতে কাজে লাগাতে পারেন মৌরিকে।
মৌরির মধ্যে অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা চুলকানি ও খুশকি কমায় এবং স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রাখে।
আয়রন, কপার, ফোলেটের মতো পুষ্টি পাওয়া যায় মৌরিতে। চুল পড়া কমানো থেকে শুরু করে নতুন চুল গজাতে সাহায্য করে মৌরি।
মৌরি খেলে হজমের সমস্যা দূর করার পাশাপাশি সুন্দর চুলও পেয়ে যাবেন। পাশাপাশি মৌরির তেল বানিয়েও ব্যবহার করতে পারেন।
সসপ্যানে ২ চামচ নারকেল তেল এবং অলিভ অয়েল গরম বসান। কম আঁচে রেখে এই তেলের সঙ্গে ২ চামচ মৌরি মিশিয়ে ফুটিয়ে নিন।
তেল ফুটে অর্ধেক হয়ে গেলে শিশিতে ভরে রাখুন। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে মৌরির তেল স্ক্যাল্প ও চুলে মেখে নিন। এতেই ফল পাবেন।
আরও পড়ুন