3 June 2024

লেবুর রস দিয়ে দূর করুন মুখের দুর্গন্ধ

credit: istock

TV9 Bangla

দাঁত মাজার পরও মুখ থেকে দুর্গন্ধ ছাড়ে। মাউথওয়াশ দিয়ে মুখ ধুলে একটু দুর্গন্ধ কমে। কিন্তু হাতের কাছে মাউথওয়াশ না থাকলে কী করবেন?

মাউথওয়াশের বদলে মুখের দুর্গন্ধ দূর করতে লেবুর রস ব্যবহার করুন। লেবুর রস দাঁত ও মাড়ির সমস্যা দূর করতে অব্যর্থ টোটকা।

লেবুর রসে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মুখের জীবাণুর সঙ্গে লড়াই করে এবং মাড়িকে সংক্রমণ হাত থেকে রক্ষা করে।

ওরাল হাইজিন বজায় রাখতে লেবুর রস দুর্দান্ত কাজ করে। লেবুর রস দাঁত থেকে হলদেটে ছোপ দূর করে দিতেই সাহায্য করে।

তবে, দাঁতে সরাসরি লেবুর রস ব্যবহার করা যায় না। এতে দাঁত ক্ষয়ে যেতে পারে। এমনকি দাঁতে সেনসিটিভি তৈরি হতে পারে। তাহলে কী করবেন?

লেবুর রসে উচ্চ পরিমাণে সাইট্রিক অ্যাসিড রয়েছে, যা দাঁতের ক্ষতি করতে পারে। তাই লেবুর রস দিয়ে মাউথওয়াশ বানিয়ে ব্যবহার করুন।

এক কাপ ঈষদুষ্ণ জল নিন। এতে একটা গোটা পাতিলেবুর রস নিংড়ে নিন। ব্যস কাজ শেষ। তৈরি আপনার হোমমেড মাউথওয়াশ।

খাবার খাওয়ার পর কিংবা দাঁত মাজার পর এই মাউথওয়াশ দিয়ে কুলকুচি করুন। এতে মুখের সমস্ত জীবাণু, খাবারের কুচি ও দুর্গন্ধ দূর হয়ে যাবে।