22 February 2024

মুখ ভর্তি ব্রণ থেকে রেহাই দেবে এই মাটি

credit: istock

TV9 Bangla

মুলতানি মাটি তৈলাক্ত ত্বকের যত্নে সেরা ফল এনে দেয়। ত্বকের উপরে জমে থাকা সমস্ত তেল, ময়লা, মেকআপ পরিষ্কার করে দেয়।                                                          

ত্বকের যাবতীয় টক্সিন দূর করতে মুলতানি মাটির সাহায্য নিন। মুলতানি মাটির ফেসমাস্ক সবচেয়ে বেশি কার্যকর।                                                          

কীভাবে বানাবেন দেখুন। এক চামচ মুলতানি মাটির সঙ্গে অল্প হলুদ গুঁড়ো আর গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন।                                                          

মুখ ও গলায় এই ফেসমাস্ক মাখুন, তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে পাবেন গ্লোয়িং ত্বক।                                                          

ব্রণর সমস্যায় কাজে আসতে পারে মুলতানি মাটি। মুলতানি মাটির সঙ্গে নিমপাতার গুঁড়ো ও কয়েক ফোঁটা ট্রি টি অয়েল মিশিয়ে ব্রণর উপর লাগান।                                                          

দেখবেন দু'দিনের মধ্যে আপনি ব্রণহীন ত্বক পেয়ে গিয়েছেন। সেই সঙ্গে ব্রণর দাগও নিমেষে উঠে যাবে।                                                          

চোখের চারপাশের কালো ছোপ দূর করবে খুব সহজেই। মুলতানি মাটির সঙ্গে হলুদ ও টমেটোর রস মিশিয়ে চোখের চারপাশে লাগান।                                                          

এই মাস্ক ডার্ক সার্কেলের সমস্যা দূর করে দেবে। আপনার ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করবে।