মেটাবে ঋণ, দূর হবে অর্থকষ্টও, যদি ১ টাকার কয়েন দিয়ে করেন এই কাজ
TV9 Bangla
Credit - PTI
জীবনে সমৃদ্ধি, শান্তি কে না চায়! আর অর্থলাভ? তার জন্যই তো আমাদের এত পরিশ্রম। আমারা সারাদিন রাত পড়ে থাকি অফিসে, ব্যবসার লেনদেনে-হিসাবে ডুবে থাকি! অর্থ ঘরে আসে বটে, কিন্তু থাকে কই?
এই অবস্থা কি আপনারাও? টাকা সেভাবে সঞ্চয় করতে পারছেন না? টাকা ঢুকলেই, কোনও না কোনওভাবে বেরিয়ে যাচ্ছে হাত থেকে? ভেবে দেখবেন বাড়িতে বাস্তুর কোনও সমস্যা নেই তো?
বাড়িতে বাস্তুদোষ থাকলে, কেবল আর্থিক সমস্যা নয়, নেগেটিভ এনার্জিও কাজ করতে পারে। আর সে কারণে জীবনে বড় ক্ষতি হয়ে যেতে পারে।
এক টাকার কয়েনের এই টোটকা কাজে লাগিয়ে দেখুন। এক মুঠো চালের মধ্যে একটা এক টাকার কয়েন রাখুন।তারপর চাল ভর্তি ড্রাম ঘরের এক কোণে রেখে দিন।
তামার কলসের গায়ে জাফরান দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। তারপর ওই কলসের মধ্যে একটা এক টাকার কয়েন রেখে দিন। তাতেও হবে অর্থলাভ।
নিজের প্যান্টের পকেটে রেখে দিন এক টাকার কয়েন, তার সঙ্গে একটা ময়ূরের পালক। এই টোটকা আপনার জন্য উপকারী হতে পারে।
বাড়ির প্রধান দরজার সামনে প্রতি সন্ধ্যায় প্রদীপ জ্বালান। তবে খেয়াল রাখবেন, সেই প্রদীপ চতুর্মুখী হতে হবে। চারটি এক টাকার কয়েন সেই প্রদীপে রেখে দিন।
খুব ছোট্ট ছোট্ট কয়েকটা টোটকা। একটা এক টাকার কয়েনই ঘুরিয়ে দেবে জীবন। অনাকাঙ্খিত ব্যয় হবে কম। সংসারে ফিরবে সমৃদ্ধি।