04 February 2024

পাকা পেঁপে দিয়ে ডার্ক সার্কেল তাড়ান

credit: istock

TV9 Bangla

চোখের নীচে চওড়া কালো ছোপ মোটেই ভাল বিষয় নয়। অস্বাস্থ্যকর লাইফস্টাইলের কারণেই ডার্ক সার্কেলের সমস্যা বাড়ে।

অনিদ্রা, মানসিক চাপ, সানস্ক্রিন ছাড়া সূর্যালোকে দীর্ঘক্ষণ থাকা, হরমোনের ভারসাম্যহীনতা ইত্যাদি ডার্ক সার্কেলের জন্য দায়ী। 

চোখের চারপাশের চামড়া সংবেদনশীল হয়। তাই এখানে মেলানিন উৎপন্ন বাড়ে বা পিগমেনটেশন দেখা দিলে তার যত্ন নেওয়া দরকার।

রোজ সকালে সানস্ক্রিন ও রাতে আইক্রিম ব্যবহার করুন। এছাড়া চোখের নীচে চওড়া কালি দূর করতে পাকা পেঁপের সাহায্য নিন। 

পাকা পেঁপের মধ্যে পাপাইন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা পিগমেনটেশনের সমস্যা দূর করে। পাশাপাশি ত্বককে উজ্জ্বল করে তোলে।

অন্যদিকে, অ্যালোভেরা জেল চোখের চারপাশের চামড়াকে আর্দ্রতা জোগায় এবং নরম করে। এতে দাগছোপের সমস্যা কমে যায়।

এক টুকরো পাকা পেঁপে নিন এবং ম্যাশ করে নিন। এতে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চোখের নীচে লাগান।

পাকা পেঁপের মিশ্রণ ১০-২০ মিনিট চোখের নীচের লাগিয়ে রাখুন। এরপর মুখ ধুয়ে ফেলুন। রোজ এই টোটকা মেনে চললে ডার্ক সার্কেল কমবে।