6th March, 2025
মানি প্ল্যান্টে জলের সঙ্গে দিন এই জিনিস, হু হু করে বাড়বে গাছ
TV9 Bangla
Credit - Canva, Getty Image
বাস্তুশাস্ত্র অনুযায়ী মানি প্ল্যান্টকে ভীষণ শুভ বলে মনে করা হয়। এটি সম্পদের প্রতীক হিসেবেও বিবেচিত হয়। অনেকে ভাগ্য ফেরাতে বাড়িতে এই গাছ রাখেন।
বাস্তুশাস্ত্র মতে মানি প্ল্যান্টের বহু গুণ রয়েছে। অনেকে আবার সৌন্দর্য বাড়াতেও এই গাছ নিজের বাড়িতে রাখেন।
যে কোনও গাছের বিশেষ পরিচর্যা না করলে তা খুব একটা সহজে বড় হয় না। তাই সকল গাছেই ভালো মানের সার দেওয়া জরুরি।
মানি প্ল্যান্ট তো অনেকেই বাড়িতে রাখেন, তাতে জলও দেন। কিন্তু অনেকেই জানেন না এই গাছ নিয়ে এক ম্যাজিক ট্রিকস।
মানি প্ল্যান্টে জলের পাশাপাশি একটি জিনিস দিলে গাছ বড় হয় দ্রুত। কী সেই জিনিস? তা হলে ভাতের ফ্যান। অর্থাৎ ভাতের মাড়।
প্রত্যেক বাড়িতে সহজেই ভাতের ফ্যান পাওয়া যায়। তা ফেলে না দিয়ে ঠাণ্ডা হওয়ার পর মানি প্ল্যান্টে দিতে পারেন।
ভাতের ফ্যানে রয়েছে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক ও পটাসিয়াম। ভাতের ফ্যান মানি প্ল্যান্টের পাতা ও শিকড়ে স্প্রে করতে পারেন।
মানি প্ল্যান্টে যদি ঈষদুষ্ণ জল দেওয়া হয়, তা হলে গাছটি দ্রুত বাড়ে। এবং মানি প্ল্যান্টের শিকড় শক্তিশালী হয়।
আরও পড়ুন