14 April, 2024

শুধু নারকেল তেল মাখলে কি চুল কোমর ছাড়াবে?

credit: istock

TV9 Bangla

চুলে তেল না মাখলে কখনওই গোড়া মজবুত হবে না। বাড়তেই থাকবে চুল পড়ার সমস্যা। চুল হয়ে উঠবে রুক্ষ ও শুষ্ক। কমবে জেল্লা।

বাজারে বিভিন্ন ধরনের হেয়ার অয়েল পাওয়া যায়। কিন্তু সেরা কাজ দেয় নারকেল তেল। নারকেল তেল চুলের যাবতীয় সমস্যা দূর করে।

শুধু নারকেল তেল মাখলেই চুলের বৃদ্ধি ঘটবে না। এতে মেশাতে হবে এসেনশিয়াল অয়েল। কিন্তু কোন এসেনশিয়াল অয়েলে কাজ হবে, জানেন?

চুলের দ্রুত বৃদ্ধি ঘটাতে বেছে নিন রোজমেরি এসেনশিয়াল অয়েলকে। এটি আপনি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাখতে পারেন।

রোজমেরির তেলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। এটি স্ক্যাল্পের প্রদাহ কমায় এবং চুলের স্বাস্থ্য বজায় রাখে।

চুলের ফলিকলগুলোকে পুষ্টি জোগায় রোজমেরির তেল। এই তেল স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। এতে চুল পড়া কমে।

নারকেল তেলের সঙ্গে দু-তিন ফোঁটা রোজমেরির এসেনশিয়াল অয়েলক মিশিয়ে নিন। এবার এই তেল স্ক্যাল্পে ভাল করে মালিশ করুন।

শ্যাম্পু করার ৩০ মিনিট আগে স্ক্যাল্পে রোজমেরির তেল মালিশ করুন। সপ্তাহে তিন দিন এভাবে চুলে তেল মাখলেই উপকার মিলবে।