rose water
insomnia 3

26 May 2024

রাতে মুখে গোলাপ জল মাখা কি উচিত?

credit: istock

image

TV9 Bangla

rose water (1)

ত্বকের যত্নে সবসময় গোলাপ জলের কদর বেশি। গোলাপ জল হল এমন একটি প্রাকৃতিক উপাদান, যা ত্বকের জন্য সবচেয়ে সুরক্ষিত।

rose water (2)

গোলাপ জল ত্বকের উপর সরাসরি প্রয়োগ করা যায়। বেশিরভাগ মানুষ ত্বকের যত্নে টোনার হিসেবে ব্যবহার করে গোলাপ জল।

rose water (3)

গোলাপ জল ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে। পাশাপাশি ত্বকের প্রদাহ কমায় এবং র‍্যাশ, অ্যালার্জির সমস্যা কমায়।

ত্বককে হাইড্রেটেড রাখে গোলাপ জল। নরম্যাল ত্বক হোক বা অয়েলি স্কিন, যে কোনও ধরনের ত্বকের উপর গোলাপ জল ব্যবহার করা যায়।

প্রথমে ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হয়। তারপর মুখে টোনার হিসেবে মেখে নিতে হয় গোলাপ জল। তবেই মেলে উপকারিতা।

ত্বক থেকে অতিরিক্ত তেল, ময়লা, জীবাণু পরিষ্কারে সাহায্য করে গোলাপ জল। তার সঙ্গে ত্বককেও ময়েশ্চারাইজ রাখে এই উপাদান।

সকালে অবশ্যই মুখে গোলাপ জল মাখবেন। কিন্তু রাতেও কি মুখে গোলাপ জল মেখে ঘুমনো যায়? এতে ত্বকের উপর কি প্রভাব পড়ে?

ত্বকে গোলাপ জলের উপকারিতা পেতে আপনি দু'বেলাই এটি মাখতে পারেন। রাতের স্কিন কেয়ার রুটিনেও যোগ করুন গোলাপ জলকে।