31st December, 2024

হেঁশেলের দুই জিনিস দাঁতে লাগালেই হাসি হবে মুক্তোর মতো

Credit - Getty Images

TV9 Bangla

 শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ দাঁত। দাঁতের যত্ন না নিলে অনেক সময় তা হলুদ হয়ে যায়। ভালো ভাবে দাঁত পরিষ্কার না করলে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে। 

এই ধরুন আপনি দাঁত বের করে হাসছেন, কেউ বলে বসল আপনার দাঁত যে হলুদ। তা শুনে নিশ্চয়ই লজ্জিত বোধ করবেন।

নিজের দাঁত যে হলুদ, তা লজ্জায় অনেকে বলতেও পারেন না। আবার অনেক সময় মুখে দুর্গন্ধ বেরোলে অনেকের আত্মবিশ্বাস কমে যায়। 

দাঁত সাদা এবং মুক্তোর মতো উজ্জ্বল করতে কে না চায়! সহজেই কিন্তু তা করাই যায়। একবার দাঁত সাদা ধবধবে হয়ে গেলে দাঁত বের করে খোলা মনে হাসতেই পারবেন।

হলুদ দাঁত পরিষ্কার করার জন্য রান্নাঘরে সহজে পাওয়া যায় তেমন কয়েকটি জিনিসে ভরসা করতে পারেন। যদি আপনার বাড়ির হেঁশেলে ২টো জিনিস থাকে, তা হলেই মুশকিল আসান।

উজ্জ্বল দাঁত পেতে নুনের সঙ্গে মেশান সর্ষের তেল। তাতে দাঁত হয়ে উঠবে মুক্তোর মতো উজ্জ্বল। আর হাসিও হবে মুক্তো ঝরানো।

হাফ চামচ সর্ষের তেলে এক চিমটি নুন মেশাতে পারেন। আঙুল দিয়ে এরপর এই মিশ্রণ দাঁতে ২০-৩০ সেকেন্ড ঘষতে থাকুন। দাঁতে থাকা হলুদ আস্তরণ পরিষ্কার করবে এই মিশ্রণ। 

সর্ষের তেল ও নুন দিয়ে মিশ্রণ দাঁতে লাগিয়ে জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। শেষে টুথপেস্ট দিয়ে দাঁত মেজে নিন।