10 March 2024
চা-কফি দিয়েই পাকা চুল কালো করুন
credit: istock
TV9 Bangla
৩০-এ পা দেওয়ার আগে পেকেছে চুল? এটা বার্ধক্যের লক্ষণ ধরে নেওয়ার কিছু নেই। বরং, চুলের ধূসরভাবকে দূর করুন ঘরোয়া উপায়ে।
কেমিক্যাল পণ্য ব্যবহার করা থেকে দূষণ এবং দেহে পুষ্টির ঘাটতি পাকা চুলের সমস্যা বাড়াচ্ছে। তাই এই অবস্থাকে প্রতিরোধ করতে হবে প্রাকৃতিক উপায়ে।
পাকা চুলকে ঢাকতে অনেকেই হেয়ার কালারের সাহায্য নেন। কেউ প্রতিমাসে হেনা করান। কিন্তু ঘরে চা-কফি থাকলেই পাকা চুল কালো হবে।
২ কাপ জলে চা পাতা দিয়ে ফুটিয়ে নিন। এবার ওই লিকার চা ঠান্ডা করে নিন। শেষে এতে নুন মিশিয়ে নিন। এবার এটি মাথায় ঢালুন।
ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ চা। এটি চুলের কালচে ভাব বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি মজবুত চুল গঠনে সাহায্য করে।
চুলে চা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর আবার পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত এই টোটকা মানলে চুল কালো থাকবে চিরকাল।
হেনা আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে হেনায় কফির গুঁড়ো ও নারকেল তেল মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন।
হেনা প্রাকৃতিক কন্ডিশনার। এর সঙ্গে কফি মেশালে চুলের কালচে ভাব বজায় থাকবে। পাকা চুলকে পুনরায় কালো করার এটি বহু পুরনো টোটকা।
আরও পড়ুন