hair growth
insomnia 3

29 May 2024

নতুন চুল গজাবে এই ৫ টোটকায়

credit: istock

image

TV9 Bangla

hair growth (1)

চুলের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে ঘরোয়া টোটকায়। নিত্যনতুন শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহার না করেও চুল পড়া বন্ধ করা যায়।

hair growth (2)

দিনে ১০০টির বেশি চুল পড়লে আপনারও নড়ে-চড়ে বসা দরকার। তবে, সময়ের সঙ্গে চুল পাতলা হয়ে গেলে যে কারও মন খারাপ হয়।

hair growth (3)

নতুন চুল গজানোর জন্যও আপনি ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন। এমন ৫ টোটকার খোঁজ রইল, যা চুলের স্বাস্থ্য উন্নত করে।

আমলকি চুলের সমস্যা কমাতে সাহায্য করে। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করে। এর জেরে নতুন চুল গজায়। পাশাপাশি চুলের গোড়া মজবুত হয়।

মেথির তৈরি তেল বা হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। এতে থাকা অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান চুলের সমস্যা কমায়।

নিয়মিত চুলে অ্যালোভেরা জেল ব্যবহার করলে চুল দ্রুত বাড়ে। এটি নতুন চুল গজানোর পাশাপাশি স্ক্যাল্পে পুষ্টি জোগাতে সাহায্য করে।

জবা ফুলের পাপড়ি ও পাতা বেটে নিন। এটা নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে চুলে মাখুন। চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে দুর্দান্ত কাজ করে এই টোটকা।

চুলের সমস্যা অব্যর্থ টোটকা হল কেশুত পাতা। এটি চুলের ফলিকলে পুষ্টি জোগায়, চুলের গোড়া মজবুত করে। কেশুত তেল মাখুন।