ক্রিম-ফেসওয়াশ নয়, ত্বককে ভেতর থেকে গ্লোয়িং করতে চাইলে মাখতে হবে এই প্যাক
credit:,Getty Images
TV9 Bangla
সকালে ঘুম থেকে উঠে মুখ ধোওয়ার পর অনেকেই ফেসওয়াশ বা দামী ক্রিম ব্যবহার করেন। নিজের ত্বককে পরিষ্কার, উজ্জ্বল ও সতেজ রাখার জন্য তার যত্নও প্রয়োজনীয়।
এই সব ক্রিম বা ফেসওয়াশে অনেক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। যা দীর্ঘ মেয়াদে বড় ক্ষতি করতে পারে আপনার ত্বকের। তার চেয়ে বরং ভরসা রাখতে পারেন ঘরোয়া ফেস প্যাকেই।
প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ঘরোয়া ফেস প্যাকের শক্তি ও কার্যকারিতা কোনো কেমিক্যাল প্রোডাক্টের থেকে কম নয়। ত্বকের ক্ষতি না করে উল্টো গভীর থেকে ত্বক পরিষ্কার করে, ন্যাচারাল গ্লো আনে এবং ত্বককে হেলদি রাখে। রইল ৩ প্যাকের হদিস।
কাঁচা দুধ ও বেসনের প্যাক - উপকরণ (১ চামচ বেসন, ২ চামচ কাঁচা দুধ, ১ চিমটে হলুদ)। এই তিনটি উপকরণ মিশিয়ে একটি পাতলা পেস্ট বানান। সকালে উঠে মুখ ধুয়ে এই প্যাকটি ১০–১৫ মিনিট মুখে রেখে দিন। হালকা গরম জলে দিয়ে ধুয়ে ফেলুন।
কাঁচা দুধ ত্বককে পরিষ্কার করে, বেসন ত্বক থেকে মৃত কোষ সরিয়ে উজ্জ্বলতা আনে, আর হলুদ প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে।
মধু ও লেবুর প্যাক - উপকরণ (১ চামচ মধু, ১ চামচ লেবুর রস)। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ভাল করে ধুয়ে ফেলুন। লেবু ত্বকের কালচে ভাব দূর করে, আর মধু আর্দ্রতা জোগায়, ন্যাচারাল গ্লো আনে।
অ্যালোভেরা জেল ও দইয়ের প্যাক - উপকরণ (১ চামচ অ্যালোভেরা জেল (তাজা হলে ভালো), ১ চামচ টক দই)। পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন, তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা ত্বকে ঠান্ডা ভাব এনে ব্রণ কমায়, আর দই ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখে।
এই তিনটি ঘরোয়া ফেস প্যাক সকালে ঘুম থেকে উঠে সপ্তাহে ৩–৪ দিন ব্যবহার করলে কোনো কেমিক্যাল ছাড়াই ত্বক থাকবে পরিষ্কার, উজ্জ্বল ও স্বাস্থ্যোজ্জ্বল। নিয়মিত ব্যবহারে স্কিনে একটা ন্যাচারাল চকচকে গ্লো আসবে।