06  March, 2024

কোরিয়ানদের মতো টানটান ত্বক চান? রইল উপায়

credit: Pinterest

TV9 Bangla

কোরিয়ান মহিলাদের সৌন্দর্যের কথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। উজ্জ্বল, সুন্দর ত্বকের জন্য পরিচিত তাঁরা।

চাইলে আপনিও এমন ত্বক পেতে পারেন জানেন কি? না জানলে আজ থেকেই ব্যবহার করা শুরু করুন বাড়িতে বানানো এই সব ফেস মাস্ক।

এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে কফি। এক্সফ্লয়েটর হিসেবে দারুণ কাজ করে কফি। এর জন্য একটি বাটিতে দু'চামচ কফি পাউডার নিন।

তাতে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মেশান। মিশ্রণটি ভাল করে গুলে মুখে লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে টানটান ও উজ্জ্বল।

কফির পাশাপাশি ব্যবহার করতে পারেন ব্রাউন সুগার। ত্বককে আর্দ্র রাখতে ও মৃত কোষ দূর করতে সাহায্য করে এই উপাদান।

নারকেলের তেলের সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে সপ্তাহে দুই থেকে তিনদিন ব্যবহার করুন। ফল পাবেন হাতেনাতে।

এ ছাড়া রাতে ঘুমাতে যাওয়ার আগে হাতে কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে আলতো হাতে মুখে মালিশ করুন। ত্বক চকচকে হবে। আর অকাল বলিরেখার সমস্যা মিটবে।

একইভাবে মধু ব্যবহার করলেও ফল পাবেন। স্নানের আগে হাতে কয়েক ফোঁটা মধু নিন। এ বার তা ত্বকে লাগিয়ে নিন। এতে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।