শীত মুখ ফেরালেও কমেনি পা ফাটার সমস্যা। অনেকেই এই পা ফাটার সমস্যায় এখনও ভুগছেন। তাঁদের জন্য রইল কিছু সমাধান।
পা ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই অনেক নামীদামি প্রসাধনী ব্যবহার করেন। তবে এতে সুরাহা না হলে নজর ঘোরান ঘরোয়া উপায়ে।
এমনকিছু ফুট স্ক্রাব রয়েছে যা এই ফাটা গোড়ালির সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই স্ক্রাব।
প্রথমে চিনি মিহি করে গুঁড়ো করে নিন। একটি পাত্রে ৪ টেবিল চামচ চিনি দিন। তাতে মেশান লেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা পায়ে লাগান। শুকিয়ে গেলে ঘষে ঘুয়ে নিন। মিলবে উপকার।
একটি পাত্রে অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার অ্যালোভেরার সঙ্গে মেশান ভেসলিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা পায়ে লাগান।
২০ মিনিট মতো রেখে দিন। এরপর শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। এবার থেকে মেনে চলুন এই সকল টোটকা। মিলবে উপকার।
একটি পাত্রে নারকেল তেল নিন। তাতে মেশান নুন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এবার তা পায়ে লাগান। শুকিয়ে গেলে ঘষে ঘুয়ে নিন। মিলবে উপকার।
কলা ও মধুর স্ক্রাব ব্যবহার করলেও কাজ হবে। এটি বানাতে কলার সঙ্গে মধু মিশিয়ে পায়ে ঘষে নিলেই হবে। পাও পরিষ্কার হবে আর মিটবে ফাটা গোড়ালির সমস্যা।