সারাদিনের দূষণ, সংসার-কেরিয়ার নিয়ে চিন্তা, তার সঙ্গে অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া, এই সব কিছুর অবদান আছে আপনার মাথার চুল ঝড়ে পড়ার পিছনে।
চুল ঝড়ে পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে বদলেছেন শ্যাম্পু। যে যা বলেছেন সেই কথাই শুনেছেন। কিন্তু কিছুতেই মুক্তি মিলছে না তো? চিরুনি দিলেই উঠে আসছে গুচ্ছ গুচ্ছ চুল?
কুছ পরোয়া নেহি! সমাধান কিন্তু আছে আপনার হাতের সামনেই। কেবল একটি তেলই পারে আপনাকে বর্ষাত এই আর্দ্র পরিবেশে অতিরিক্ত চুল পড়ার হাত থেকে মুক্তি দিতে। জানেন সেটি কোনটি?
জিঞ্জার এসেনশিয়াল অয়েল। অর্থাৎ সাদা বাংলায় বললে আদার তেল। আদা রান্নায় মশলা হিসেবে তো রোজ খান। কিন্তু এই আদার তেল কতটা উপকারী জানেন?
বিশেষজ্ঞরা জানান, আদার তেল রক্ত সঞ্চালন বাড়াতে উপযোগী। আদা দিয়ে তৈরি এই তেলটি মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে। যে কারণে চুলের ফলিকলে অক্সিজেন পৌঁছয়। যা নতুন চুল গজানোর পক্ষেও সহায়ক।
নতুন চুল গজানোর ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াতে পারে প্রদাহ। আদার তেল মাথার ত্বকে প্রদাহ নিরাময়ে সাহায্য করে। মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে কিংবা খুশকির সমস্যা থাকলে আদার তেল দারুণ কাজ করে।
অ্যাক্সিড্যান্ট শরীরে ফ্রি র্যাডিক্যালের সমতা বজায় রাখতে সাহায্য করে। যা অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে দেয় না। নতুন চুল গজানো থেকে অকালপক্বতা রোধ করা, সবেতেই কাজে লাগে আদার তেল।
ছোট একটি পাত্রে অলিভ অয়েল গরম করে নিন। তার মধ্যে কয়েক ফোঁটা জিঞ্জার এসেনশিয়াল অয়েল মিশিয়ে মাথার ত্বকে এই তেল মেখে রাখুন আধ ঘণ্টা। তার পর শ্যাম্পু করে নিন। জিঞ্জার এসেনশিয়াল অয়েল না থাকলে নারকেল তেলের মধ্যে আদার টুকরো মিশিয়ে ফুটিয়ে নিতে পারেন।