11th June, 2025

হাতে টাকা এলেই উড়ে যায়? মানি প্ল্যান্টের এই প্রতিকার মেনে দেখুন

TV9 Bangla

Credit -  Getty Inage, X

আজকাল অনেকেই বাড়িতে মানি প্ল্যান্ট রাখেন। বাস্তুশাস্ত্র মতে এটি বাড়িতে রাখলে অর্থলাভ হয়। তবে এটি রাখার সঠিক দিকের কথা বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে।

মানি প্ল্যান্টে কখন কী দেওয়া দরকার, তা নিয়েও বাস্তুশাস্ত্রে বলা রয়েছে। সপ্তাহের এক বিশেষ দিন রয়েছে, যে দিন মানি প্ল্যান্টে এক স্পেশাল জিনিস দিলে অর্থপ্রাপ্তি হয়।

শুক্রবার মানি প্ল্যান্টের সঙ্গে এক বিশেষ কাজ করলে সেই ব্যক্তির হাতে অনেক অর্থ আসে। কী করতে হবে? শুক্রবার স্নান করার পর সাদা রংয়ের পোশাক পরতে হবে।

স্নান সেরে সাদা কাপড় পরে অল্প জলে কিছুটা দুধ মিশিয়ে মানি প্ল্যান্টে ঢেলে দিতে হবে। এতে ধন-সম্পদের দেবী লক্ষ্মী প্রসন্ন হন।

মানি প্ল্যান্ট যদি দ্রুত বাড়িয়ে তুলতে চান, তা হলে এই প্রতিকার কাজ দেবে। এমনিতে জল দেওয়া হয় এই গাছে, কিন্তু তাতে অল্প দুধ মিশিয়ে দিলে গাছটি আরও তরতাজাও থাকবে।

মানি প্ল্যান্ট যদি দ্রুত বাড়িয়ে তুলতে চান, তা হলে এই প্রতিকার কাজ দেবে। এমনিতে জল দেওয়া হয় এই গাছে, কিন্তু তাতে অল্প দুধ মিশিয়ে দিলে গাছটি আরও তরতাজাও থাকবে।

অনেকের বিশ্বাস বাড়িতে রাখা মানি প্ল্যান্ট যত বড় হবে, সতেজ থাকবে সেই ব্যক্তির আর্থিক অবস্থা তত ভালো হবে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।