শীতের সকালে মাথায় হাত, বাইক স্টার্ট না হলে করুন এই সকল কাজ
Credit - Getty Images
TV9 Bangla
শীতকালে অনেকের নানা শারীরিক সমস্যা দেখা দেয়। মানুষের পাশাপাশি বাইকেরও সমস্যা হয়। শুনে অবাক হচ্ছেন? এটা কিন্তু সত্যি।
অনেক সময় শীতের সকালে বাইক স্টার্ট হয় না। আর ধরুন তখন আপনার সঠিক সময়ে গন্তব্যে পৌঁছনো জরুরি। তা হলে কী করবেন?
শীতকালে তাপমাত্রা কম থাকে বলে বাইক স্টার্ট হতে সমস্যা হয়। যদি বাইক ৭ ঘণ্টা বা তার বেশি সময় ধরে বন্ধ থাকে, তখন মোবিল ঠান্ডা হয়ে যায়।
অনেকে সেলফ স্টার্ট ব্যবহার করেন। কিক স্টার্ট করেন না। শীতে যদি বাইক স্টার্ট না হয়, তা হলে কিক স্টার্ট করতে পারেন।
কিক মারার পরও বাইক যদি স্টার্ট না হয়, তা হলে চোক টেনে ধরতে পারেন। তারপর আবার কিক দিন। বেশিরভাগ কার্বুরেটর বাইকে চোক থাকে।
চোক টেনে ধরলে বাইকের ইঞ্জিনে অতিরিক্ত জ্বালানি তেল যায়। তাই সহজেই বাইক স্টার্ট হয়। তবে একবার বাইক স্টার্ট হলে কয়েক মিনিট পিকাপ দিয়ে ইঞ্জিন গরম করে নিচে হবে।
তারপর আবার চোক বন্ধ করে বাইক চালানো শুরু করতে পারেন। যদি চোক টেনেও বাইক স্টার্ট না হয়, তবে ভালো করে তেলের চাবি বন্ধ রয়েছে নাকি দেখতে হবে।
নিয়মিত বাইক না চালালে স্টার্ট হওয়ার সমস্যা হয়। যদি নিয়মিত বাইক চালান, তারপরও এই সমস্যা হয় ও উপরিল্লিখত উপায় কাজ না দেয়, তাহলে মেকানিকের কাছে নিয়ে যেতে হবে।