খেতে হবে না, মুখে লাগান এই ক্যাপসুল, ফিরবে ত্বকের জেল্লা
TV9 Bangla
Credit - Freepik, Pinterest
শরীর খারাপ হলে অনেককে ক্যাপসুল খেতে হয়। বিভিন্ন ভিটামিনের সাপ্লিমেন্টরি ক্যাপসুল পাওয়া যায়। ভিটামিন ই ক্যাপসুল তার মধ্যে অন্যতম।
ভিটামিন-ই ক্যাপসুল ত্বক, চুল ও শরীরের জন্য খুব উপকারী। কেউ যদি ভিটামিন-ই ক্যাপসুল খান, তাহলে সেটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে ও দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে।
রাতের বেলা ঘুমোনোর আগে যদি ভিটামিন-ই ক্যাপসুল লাগানো হয়, তা হলে ত্বকে ভালো কাজ করে। বিশেষ করে যাদের ত্বক খুব স্পর্শকাতর, তাদের ভিটামিন-ই ক্যাপসুল ব্যবহারের আগে স্কিন স্পেশালিস্টের পরামর্শ নিতে হবে।
যারা সোরিয়াসিস বা কনট্যাক্ট ডার্মাটাইটিস রোগে ভুগছেন, তাদের সরাসরি ত্বকে ভিটামিন-ই ক্যাপসুল লাগানো ঠিক নয়। তাতে হিতে বিপরীত হতে পারে।
ভিটামিন-ই ক্যাপসুল হাইপারপিগমেন্টেশন, বলিরেখা দূর করতে সাহায্য করে। এটি যে কোনও ব্যক্তির ব্রণের দাগ কমাতেও সাহায্য করে।
সরাসরি ভিটামিন-ই ক্যাপসুল মুখে না লাগিয়ে তা মধু, লেবুর রস বা দইয়ের সঙ্গে মেশাতে পারেন। তারপর ত্বকে লাগালে জ্বলুনি হয় না।
অনেক সময় পাকা পেঁপে, মধু আর লেবুর রসের সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে মুখে মাখতে পারেন। তা হলে ত্বকের জেল্লা বাড়বে।
ভিটামিন-ই ক্যাপসুল কখন মুখে মাখা সবচেয়ে ভালো? রাতের বেলা ঘুমোনোর আগে এই ভিটামিন-ই ক্যাপসুল মুখে মাখতে হবে। দাগ-ছোপ ভর্তি ত্বক সহজেই সারবে।