কটন বাডসেই লুকিয়ে বিপদ!

29 August 2023

অনেকেই কটন বাডস দিয়ে কান পরিষ্কার করেন। কেউ প্রয়োজনে করেন, কেউ-কেউ আবার অপ্রয়োজনেও এটি করে থাকেন

 কোনও কারণ ছাড়াই তাঁরা কটন বাড দিয়ে কান খুঁচিয়ে থাকেন তাঁরা। এতে সাময়িক আরাম পাওয়া গেলেও ভীষণই ক্ষতিকারক এই অভ্যাস

বিশেষজ্ঞদের মতে, কান পরিষ্কার করারই প্রয়োজন পড়ে না। কানের ভিতরে জমা ময়লা নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়। তার জন্য় বাড়তি কিছু করতে হয় না

আর এই ধরনের কটন বাড ব্যবহার করলে এই ময়লা আরও কানের ভিতরে প্রবেশ করে। ফলে আরও বিপদ বাড়ে

বাইরে থেকে কিছু কানে প্রবেশ করালে তার সঙ্গে ব্যাকটেরিয়া কানের ভিতরে প্রবেশ করে। যা কানের ক্ষতি করে

কান পরিষ্কার করার সবচেয়ে ভালো উপায় হল এতে তেল দেওয়া। শেল তেল এবং শিশুর তেল ভাল। কানে তেল দিলে ভেতরের ময়লা বেরিয়ে আসে

এরপর একটা কাপড় কানের ভিতরে ঢুকিয়ে ভাল করে মুছে নিলেই কাজ শেষ

এছাড়াও, স্নান করার সময় অবশ্যই আপনার কান পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। কারণ স্নান করার সময় কানে অনেকসময় জল ঢুকে যায়

 যা ধূলিকণার সাথে মিশে পরে ময়লা তৈরি করে। ফলে স্নানের সময় কান পরিষ্কার করা প্রয়োজন। নইলে ময়লা জমে গেলে সমস্যা হবে