01 JUL 2025

সাফল্য আনবে শুভ-দিক! জন্ম তারিখ মিলিয়ে জানুন আপনার লাকি ডাইরেকশন কোনটি?  

credit:TV9

TV9 Bangla

বাস্তু শাস্ত্রের একটি মূল বিষয় হল সঠিক সময়ে সঠিক দিকে বসে কাজ করা। বাস্তু শাস্ত্র বলছে কোনও মানুষের সাফল্য বা ফেল করার অনেকটাই নির্ভর করে এই বিষয়টির উপরে।

প্রতিটি মানুষ জন্মকালীন গ্রহের অবস্থান অনুসারে একটি নির্দিষ্ট দিককে 'লাকি ডিরেকশন' বা শুভ দিক হিসেবে পান। এই দিকটি ব্যক্তির মনের স্থিরতা, কর্মে সফলতা এবং সার্বিক ইতিবাচকতার সঙ্গে গভীরভাবে যুক্ত।

Lucky Direction-এ বসলে বা কাজ করলে মন শান্ত থাকে। মানসিক চাপ, উদ্বেগ কমে এবং দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা সহজ হয়।

এই দিকটি আপনার জন্য সৌভাগ্যের প্রতীক। এখানে কাজ করলে কর্মস্পৃহা, উদ্যম ও ফলপ্রসূতা বেড়ে যায়। চাকরি হোক বা ব্যবসা, সাফল্যের সম্ভাবনা থাকে বেশি। শরীর ও মন দুইয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।

জ্যোতিষশাস্ত্র বলছে যাঁদের জন্ম কোনও মাসের ১, ১০। ১৯ বা ২৮ তারিখে তাঁদের শুভ দিক পূর্ব। যাঁদের জন্ম ২, ১১, ২০, ২৯, তাঁদের শুভ দিক উত্তর পশ্চিম। যাঁদের জন্ম তারিখ ৪, ১৩, ২২ বা ৩১ তারিখে তাঁদের শুভ দিক দক্ষিণ পশ্চিম।

যাঁদের জন্ম তারিখ ৩, ১২, ২১ বা ৩০ তাঁদের শুভ দিক উত্তর পূর্ব। যাঁদের জন্ম ৫, ১৪, ২৩ তারিখে তাঁদের শুভ দিক উত্তর। যাঁদের জন্মদিন ৬, ১৫ বা ২৪ তাঁদের শুভ দিক দক্ষিণ পূর্ব।

যাঁদের জন্ম ৭, ১৬ বা ২৫ তারিখে তাঁদের শুভ দিক উত্তর পূর্ব। যাঁদের জন্ম ৮, ১৭ বা ২৬ তারিখে তাঁদের শুভ দিক পশ্চিম। যাঁদের জন্ম ৯, ১৮ বা ২৭ তারিখে তাঁদের শুভ দিক দক্ষিণ।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।