সর্বনাশ! বাড়ির এই দিকে বাথরুম থাকলেই কিন্তু পকেট ফাঁকা হয়ে যাবে!
credit: Instagram
TV9 Bangla
বাড়ি তৈরি করার আগে অনেকেই বাস্তুপুজো করে থাকেন। জানেন কি বাস্তু মতে কোন দিকে বাথরুম রাখা উচিত। কোন দিকে আলমারি রাখা উচিত। কোন দিকে তৈরি করা উচিত রান্নাঘর।
বাড়ির বাথরুম তৈরির জন্য অনেকগুলো দিক বিবেচনা করতে হয়। প্রথমত অনেকেই মনে করে বেডরুমের সঙ্গে একটা বাথরুমের প্রয়োজন। কিন্তু বাস্তু বলছে বেডরুমে 'অ্যাটাচ' বাথরুম কখনও তৈরি করা উচিত নয়।
একান্ত যদি মনে হয় অ্যাটাচ বাথরুম রাখতেই হবে তাহলে বেশ কিছু বিশেষ নিয়ম মেনে চলতে। যার মধ্যে অন্যতম হল ঘরে কোনও অ্যাটাচ বাথরুম থাকলে সেই শৌচালয়ের দরজা সব সময় বন্ধ করে রাখতে হবে।
জানেন কি বাস্তুমতে বাথরুমের প্রবেশদ্বার ঠিক কোন দিকে হওয়া উচিত? যদি সব নিয়ম অনুসারে বাথরুম তৈরি করেন তাহলে অবশ্যই বাথরুমের প্রবেশদ্বার হওয়া উচিত উত্তর বা পূর্ব দেওয়ালে।
যদি রেডি টু মুভ কোনও ফ্ল্যাট কেনেন। সেখানে নিজের মতামত অনুযায়ী তো অনেক সময় বাথরুম তৈরি করে উঠতে পারবেন না। তবুও প্রাথমিক ভাবে খেয়াল রাখবেন কোন দিকে রয়েছে আপনার শৌচাগারের প্রবেশ দ্বার।
শুধু বাথরুম নয় কোন দিকে কমোড লাগাবেন অর্থাত্ কোন দিকে মুখ করে নিজের শৌচকর্ম করবেন সেটা মাথায় রাখানও খুব গুরুত্বপূর্ণ। পশ্চিম বা পূর্ব দিকে মুখ করে কখনও শৌচকর্ম করা উচিত নয়। তাহলে অর্থাভাব হতে পারে।
কোন দিকে ভুল করেও বাথরুমের প্রবেশ দ্বার করা উচিত নয়? অনেক সময় বড় বড় আবাসনে বাথরুম নিজের মতো করে তৈরি করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তাও কখনও উত্তর-পূর্ব বা পূর্ব দিকে যেন টয়লেটের প্রবেশ দ্বার যেন না হয় সেটা মাথায় রাখতে হবে।
বাথরুমের জানালাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাথরুমে যেন সঠিক ভাবে বায়ু চলাচল করে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। বাস্তু অনুযায়ী উত্তর, পূর্ব এবং পশ্চিমের দিকে দেওয়ালে সব সময় বাথরুমের জানালা কার উচিত।