কোন আঙুলে কচ্ছপের আংটি পরা শুভ? জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র বলছে…
TV9 Bangla
Credit - Freepik
পথে ঘাটে চলাফেরা করার সময় আজকাল প্রায়শই দেখা যায় অনেকের হাতে কচ্ছপের আংটি। অনেকে আর্থিক উন্নতি ও সৌভাগ্যের কথা ভেবে কচ্ছপের আংটি পরেন।
অতীতে এত কচ্ছপের আংটি পরার চল ছিল না। তবে অনেকেই না জেনেশুনে পরে ফেলেন টার্টল রিং। তেমনটা ঠিক নয়। আসুন জেনে নেওয়া যায় কোন হাতের, কোন আঙুলে টার্টল রিং পরা ভালো।
জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে এই কচ্ছপের আংটির বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে যে, এটি পরলে ধন-সম্পদের দেবী লক্ষ্মী প্রচুর আশীর্বাদ করেন।
অনেকে নানা ধাতুর কচ্ছপের আংটি পরেন। জ্যোতিষশাস্ত্র বলছে যে, যদি কোনও ব্যক্তি কচ্ছপের আংটি পরতে চান, তা হলে সব সময় রুপোর আংটি পরা উচিত।
এ বার প্রশ্ন হল, কোন আঙুলে কচ্ছপের আংটি পরবেন? বলা হয় ডান হাতের মধ্যমা বা তর্জনীতে কচ্ছপের আংটি পরা ভালো।
যদি ভালো ফল পেতে চান, তা হলে বরাবর টার্টল আংটি যে ব্যক্তি পরছেন, তার দিকে কচ্ছপের মুখ থাকা উচিত। এটি পরলে নেতিবাচক শক্তি দূর হয়। ইতিবাচক শক্তি বাড়ে।
কচ্ছপের আংটি ধারন করার আগে তা গঙ্গাজলে দুধ মিশিয়ে শুদ্ধ করতে হবে। বলা হয়, যেহেতু কচ্ছপ আংটি দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত, তাই এটি পরার নিয়ম পালন করা জরুরি।
কচ্ছপ শান্তিপ্রিয় ও ধৈর্যশীল প্রাণী। বাস্তুশাস্ত্রে এমনকি, ফেং শুইতেও কচ্ছপকে ধনী ও ভাগ্যবান বলা হয়। এই আংটি যিনি পরেন, তাঁর কোনওদিন অর্থকষ্ট হয় না। সংসার সুখের হয়, বলছে বাস্তু ও জ্যোতিষশাস্ত্র।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তু ও জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।