সন্ধেবেলা বাড়িতে ঝাঁট দেন? জানেন বাস্তুশাস্ত্র মতে এটি শুভ না অশুভ?
TV9 Bangla
Credit - Freepik
বরাবর বলা হয় যে ঘর-বাড়ি যদি পরিষ্কার রাখা হয়, তা হলে দেব-দেবীরা সেই বাড়ির উপর কৃপাদৃষ্টি দেন। বাস্তুশাস্ত্রেও একথা বলা হয়েছে।
কোনও বাড়ি পরিষ্কার করার ক্ষেত্রে ঝাঁট দেওয়া খুব স্বাভাবিক। তবে বাস্তুশাস্ত্রে বলা হয়, সন্ধেবেলা মোটেও ঝাঁট দেওয়া শুভ নয়।
বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে ঝাড়ু দেওয়ার সঠিক সময় হল সূর্যোদয়ের ঠিক পরই, দিনের বেলায়। বলা হয়ে থাকে, তখন ঝাড়ু দিলে বাড়িতে মা লক্ষ্মী আসেন।
বাস্তুশাস্ত্র বলছে, সূর্যাস্তের পরে ঝাড়ু দেওয়া বা ঘরের নোংরা বাইরে ফেলা খুবই অশুভ। যে ব্যক্তি এ কাজ করেন, তার বাড়িতে মা লক্ষ্মী আসেন না।
বহু সংস্কৃতি ও বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা করা হয়, সূর্যাস্তের পর ঘরে ঝাড়ু দিলে এবং আবর্জনা বাড়ি থেকে বাইরে ফেলে দিলে মা লক্ষ্মী রেগে যান।
সন্ধেবেলা বাড়িতে ঝাঁট দিয়ে নোংরা বাইরে ফেললে অর্থনৈতিক সমস্যা বাড়ে। একইসঙ্গে নেতিবাচক শক্তি বাড়িতে ঢোকে। আর ইতিবাচক শক্তি বাড়ি থেকে দূরে যায়।
বাস্তুশাস্ত্রে এও বলা হয় যে, যদি সূর্যাস্তের পর বা সন্ধেতে বাড়িতে ঝাঁট অতি অবশ্যই দিতে হয়, তাহলে নোংরা, ধুলোবালি বাড়ির একটা নির্দিষ্ট জায়গায় রাখা উচিত। আর সকালে সূর্যের আলো ফুটলে তা বাইরে ফেলতে হবে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।