26th  January, 2025

বাড়ির মূল দরজায় কর্পূর জল ছিটিয়ে দিলেই হবে ম্যাজিক

Credit -Canva, Meta AI

TV9 Bangla

মানুষজন বাড়িতে সুখ, শান্তি আনার জন্য নানা পন্থা অবলম্বন করেন। বাস্তুশাস্ত্র মানলে বাড়িতে সুখ-শান্তি আনতে কর্পূরকেও ব্যবহার করা যায়।

বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির মূল দরজায় কর্পূর মিশ্রিত জল ছিটিয়ে দিলে, সেখানে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে।

শুধু ইতিবাচক শক্তির আগমনই ঘটায় না কর্পূর জল, এটি বাড়ির মূল দরজায় ছিটিয়ে দিলে জীবন থেকে নানা বাধা দূর হয়।

কর্পূর মিশ্রিত জল বাড়ির মূল দরজায় ছিটিয়ে দিলে পরিবারের ব্যক্তিরা খুশি হয়। বাস্তুশাস্ত্র বলছে, এ কাজ করলে সম্পদও বাড়ে।

যে ব্যক্তি তাঁর বাড়ির মূল দরজায় কর্পূর জল ছিটিয়ে দেন, সেখানে থাকা ব্যক্তিরা মানসিক ভাবে শান্তি পান।

কর্পূর মিশ্রিত জলের বিরাট শক্তি রয়েছে। তা বাড়ির সদর দরজায় ছিটিয়ে দিলে সেই বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না।

বাস্তুশাস্ত্র মতে, কারও বাড়ির মূল দরজায় কর্পূর মিশ্রিত জল ছেটানো হলে, সেখানে থাকা ব্যক্তিরা ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র তথ্য থেকে পাওযা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।