মানি প্ল্যান্টের কাছে তুলসী গাছ রেখেছেন? এ কাজ করলে কী হবে জানেন?
Credit - Canva, Pixabay, Getty Images
TV9 Bangla
জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্টের কাছে তুলসী গাছ রাখার বিষয়ে বিভিন্ন মত রয়েছে। মানি প্ল্যান্ট ও তুলসী দুটি গাছেরই বিশেষ শক্তি রয়েছে।
মানি প্লান্ট ও তুলসী এই দুই গাছ উপকারী বৈশিষ্ট্যের জন্য বেশ পরিচিত। এই দুটি গাছ কাছাকাছি রাখলে কী হয় জানেন?
মানি প্ল্যান্টকে অথনৈতিক সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এটি বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রাখা শুভ বলে মনে করা হয়।
বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্ট নেতিবাচক শক্তি কমায়। অর্থ সংক্রান্ত সমস্যা দূর করতে সাহায্য করে বলেও মনে করা হয়।
তুলসী গাছকে ধর্মীয় ও পবিত্র বলে মনে করা হয়। একইসঙ্গে ইতিবাচক শক্তি ও বিশুদ্ধতার প্রতীক হিসেবে তুলসী বিবেচিত হয়।
যে কোনও বাড়ির তুলসী গাছ উত্তর, উত্তর-পূর্ব বা পূর্ব দিকে রাখা শুভ। সূর্যোদয়ের ঠিক আগে তুলসী গাছে জল দেওয়া শুভ বলা হয়।
মানি প্ল্যান্ট আর্থিক শক্তিকে আকর্ষিত করে। আর তুলসী আধ্যাত্মিক ও শোধনকারী শক্তি প্রদান করে। বলা হয়, এই দুই গাছ একসঙ্গে রাখলে বেশি ইতিবাচক শক্তি তৈরি হয়।
মানি প্ল্যান্ট বাড়ির ভেতরে রাখা যায়। তুলসী গাছ উঠোনে রাখা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্টে লক্ষ্মীদেবীর বাস। এই গাছ ঘরে নিয়ে আসলে ধনসম্পত্তি বাড়ে।