purse gift

31st  January, 2025

প্রিয়জনকে এই উপহার দিলে ঘনিয়ে আসবে মহাবিপদ!

Credit - Canva, Getty Image

TV9 Bangla

image
বাস্তুশাস্ত্র অনুযায়ী কাউকে উপহার দিতে হলে পার্স বা ব্যাগ দেওয়া ভালো নয়। তাতে অর্থের অভাব বা আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন।

 বাস্তুশাস্ত্র অনুযায়ী কাউকে উপহার দিতে হলে পার্স বা ব্যাগ দেওয়া ভালো নয়। তাতে অর্থের অভাব বা আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন।

কারণ টাকা-পয়সা পার্সে এবং ব্যাগে রাখা হয়। আর কাউকে সেটাই উপহার হিসেবে দিলে যে কোনও ব্যক্তিকে অর্থের সংকটে পড়তে হতে পারে।

কারণ টাকা-পয়সা পার্সে এবং ব্যাগে রাখা হয়। আর কাউকে সেটাই উপহার হিসেবে দিলে যে কোনও ব্যক্তিকে অর্থের সংকটে পড়তে হতে পারে।

বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনও ব্যক্তি পার্স উপহার দেন, তা হলে যে ব্যক্তি এই গিফ্ট দিচ্ছেন তাঁর সম্পদ, গ্রহের শুভ ও অশুভ যোগ সেই ব্যক্তির কাছে স্থানান্তরিত হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনও ব্যক্তি পার্স উপহার দেন, তা হলে যে ব্যক্তি এই গিফ্ট দিচ্ছেন তাঁর সম্পদ, গ্রহের শুভ ও অশুভ যোগ সেই ব্যক্তির কাছে স্থানান্তরিত হয়।

বাস্তুশাস্ত্র মতে, যে সকল জিনিস শুভ এবং নেতিবাচক নয়, সেগুলোই প্রিয়জনদের উপহার হিসেবে সব সময় দেওয়া উচিত।

কোনও ব্যক্তিকে পার্স উপহার দেওয়ার অর্থ, যিনি উপহার দিচ্ছেন তিনি নিজের ইতিবাচক আর্থিক শক্তি অন্য কাউকে দিয়ে দিচ্ছেন।

একদিকে যেমন পার্স উপহার দিলে ইতিবাচক আর্থিক শক্তি স্থানান্তরিত হয় অন্যের কাছে, তেমনই কারও আর্থিক অবস্থা নেতিবাচক হলে, সেটিও স্থানান্তরিত হয়।   

বাস্তুশাস্ত্র বলছে শুধু পার্সই নয়, ঘড়ি (হাতঘড়ি, দেওয়াল ঘড়ি), পারফিউম, দেব-দেবীর মূর্তি বা ছবি কখনও কাউকে উপহার দেওয়া ঠিক নয়।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।