বাড়ির রান্নাঘরে এই দুটো বাসন উল্টো রাখলেই রেগে যান লক্ষ্মী ঠাকুর!
TV9 Bangla
Credit - Getty Images
যে কোনও বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা রান্নাঘর। বাস্তুশাস্ত্রে রান্নাঘরের বিশেষ তাৎপর্যের কথা উল্লেখ রয়েছে।
বাড়ির রান্নাঘর কোনদিকে করা উচিত, বাসনপত্র কোনদিকে রাখা উচিত, কেমনভাবে বাসন রাখা উচিত বাস্তুশাস্ত্রে সেই কথা বলা আছে।
অনেকে রান্নাঘরে মশলার কৌটো থেকে শুরু করে সকল বাসনপত্র খুব গুছিয়ে রাখেন। আবার কেউ কেউ এগুলো রাখেন অত্যন্ত অগোছালো। তা উচিত নয়।
বাস্তুশাস্ত্রে যেমন উল্লেখ রয়েছে, এঁটো বাসনপত্র রাতভর বেসিনে রাখা উচিত নয়। তা হলে সেই পরিবারে অশান্তি হয়। লক্ষ্মীদেবী রুষ্ট হন।
অনেকে বাড়িতে বাসনপত্র ধোওয়ার পর তা জল ঝরানোর জন্য উল্টো করে রেখে দেন। বাস্তুশাস্ত্র মতে বেশ কিছু বাসন এমন রয়েছে, যা উল্টো দিক করে রাখতে নেই।
এমন একটি বাসন হল তাওয়া বা ফ্রাইং প্যান। বাস্তুশাস্ত্রে মতে, রান্নার পর তাওয়া বা ফ্রাইং প্যান উল্টো করে রাখা অশুভ। আর্থিক সংকট তৈরি হতে পারে।
কড়াই রোজকার অত্যন্ত প্রয়োজনীয় একটি বাসন। বাস্তুশাস্ত্র মতে রান্না করার পর কড়াই যদি উল্টে রাখা হয়, তাতে নেতিবাচক শক্তি বেড়ে যায়। হাত থেকে টাকা চলে যায়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।