রান্নাঘরে বাসনপত্রে পড়তে হবে সূর্যের প্রথম আলো, কেন জানেন?
Credit - Canva
TV9 Bangla
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির সমস্ত কিছু রাখার একটি নির্দিষ্ট দিক অর্থাৎ স্থান রয়েছে। অনেকের বিশ্বাস বাস্তুশাস্ত্র মেনে চলেন যিনি, তাঁদের জীবনে সুখ, সমৃদ্ধি উপচে পড়ে।
বাস্তুশাস্ত্র অনুসারে বাসনপত্র যদি রান্নাঘরের সঠিক দিকে রাখা হয়, তা হলে ইতিবাচক শক্তি বাড়ে। এবং আর্থিক অবস্থাও ভালো হয়।
রান্নাঘরের পূর্বদিকে বাসন রাখলে আর্থিক লাভ হয়। এমনটাই বলছে বাস্তুশাস্ত্র। পূর্বদিক সূর্যোদয়ের দিক। সূর্যদেবকে সম্পদের দেবতা বিবেচনা করা হয়।
পূর্বদিককে শুভ বলে বিবেচনা করা হয়। সেখানে জলের পাত্র, জগ, বালতি, ওয়াটার ফিল্টার রাখা ভালো। তা হলে বাড়তে সুখ, সমৃদ্ধি ও খুশি আসে।
বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরের বৈদ্যুতিন সরঞ্জাম দক্ষিণ-পূর্ব কোণে রাখা ভালো। রান্নাঘরের গ্যাস ওভেন পূর্ব দিকে মুখ করে বা দক্ষিণ-পূর্ব দিকে রাখা উচিত।
রান্নাঘরে মাটির বাসন পত্র দক্ষিণ-পশ্চিম দিকে রাখা ভালো। বাস্তুশাস্ত্র মতে, কাচের জিনিস পত্র উত্তর-পশ্চিম দিকে রাখলে বাড়িতে সুখ-সমৃদ্ধি আসে।
বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে কখনও ভাঙা বাসনপত্র রাখা উচিত নয়। তাতে নেতিবাচক প্রভাব ছড়ায়। রান্নাঘরে সব সময় হালকা রং ব্যবহার করা ভালো।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র সংক্রান্ত বিষয় থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।