19th January, 2025

সাবধান, মানি প্ল্যান্টের সামনে এ জিনিস রাখলেই হবেন কাঙাল!

Credit - Getty Images, Canva

TV9 Bangla

বাস্তুশাস্ত্র মানেন এমন অনেক ব্যক্তি বাড়িতে মানি প্ল্যান্ট রাখেন। এই গাছ রাখলে পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে বলা হয়ে থাকে।

এটি বাড়িতে রাখার নির্দিষ্ট কিছু বাস্তুগত নিয়ম রয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছের কাছে বেশ কিছু জিনিস রাখা ভালো নয়।

মানি প্ল্যান্ট বাড়িতে নিয়ে আসার সময় অবশ্যই গাছটির পাতার রং ভালো করে দেখা উচিত। যে মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে গিয়েছে, সে গাছ বাড়িতে রাখা ভালো নয়।

বাস্তুশাস্ত্র মতে মানি প্ল্যান্টের সঙ্গে কোনও রকম কাঁটা জাতীয় গাছ রাখা উচিত নয়। তা হলে মানি প্ল্যান্টের ইতিবাচক প্রভাব কমে। অর্থ সংকট হয়।

উপহার হিসেবে অনেকে মানি প্ল্যান্ট দিয়ে থাকেন। বাস্তুশাস্ত্র মতে, মানি প্ল্যান্ট কাউকে গিফ্ট দেওয়া উচিত নয়। কথিত আছে, এতে সুখ ও সমৃদ্ধির দেবতা ক্ষুব্ধ হন।

মানি প্ল্যান্টের পাশে তা হলে কী রাখা উচিত? বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির ভিতর মানি প্ল্যান্ট যদি রাখেন, তার কাছাকাছি তুলসী গাছ রাখতে পারেন। এটি শুভ।

তুলসী গাছ ও মানি প্ল্যান্ট দুটিই পরিবারে ইতিবাচক শক্তি আনে। ফলে এই দুই গাছ পাশাপাশি থাকলে সেই বাড়িতে পজিটিভ এনার্জি বাড়ে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র সংক্রান্ত প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।