25th January, 2025
টাকার বৃষ্টি চান? বাড়ির এই জায়গায় মানি প্ল্যান্ট রাখলেই হবে কামাল
Credit -Canva, Unsplash
TV9 Bangla
বাস্তুশাস্ত্র মতে মানি প্ল্যান্টকে অত্যন্ত শুভ বলে মানা হয়। সম্পদের প্রতীক হিসেবেও মানি প্ল্যান্টকে ধরা হয়।
বাড়িতে মানি প্ল্যান্ট লাগালে তাতে সম্পদ বৃদ্ধি পায়। কিন্তু বাড়ির কোন জায়গায় তা রাখা সবচেয়ে শুভ জানেন?
বাস্তুশাস্ত্র অনুসারে, দক্ষিণ-পূর্ব দিককে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়। ফলে এ দিকে মানি প্ল্যান্ট রাখলে বাড়িতে আর্থিক অবস্থার উন্নতি হয়।
বাড়ির মূল দরজার কাছে মানি প্ল্যান্ট রাখা শুভ বলে মনে করা হয়। এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তি আসে। নেতিবাচক শক্তি দূর হয়।
উত্তর-পূর্ব দিককে ঈশান কোণ বলা হয়। যা দেবতাদের স্থানও বলা হয়। সেদিকে মানি প্ল্যান্ট লাগালে বাড়িতে আর্থিক অবস্থার উন্নতি হয়।
পূর্ব দিক সূর্য দেবতার দিক। এই দিকে মানি প্ল্যান্ট লাগালে বাড়িতে ইতিবাচক শক্তি আসে। এবং আর্থিক লাভ হয়।
বাড়ির ড্রয়িং রুম বা বসার ঘরে মানি প্ল্যান্ট রাখা শুভ বলে মনে করা হয়। সেখানকার পূর্ব বা দক্ষিণ-পূর্ব কোণে এই গাছ রাখতে হবে।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, অফিস এবং দোকানের উত্তর-পূর্ব দিক বা পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখলে ব্যবসায় লাভ হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র তথ্য থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন