বাড়িতে একাধিক আয়না রাখা উচিত? বাস্তুশাস্ত্র বলছে…
TV9 Bangla
Credit - Pinterest
বাস্তুশাস্ত্রে বাড়ির প্রতিটি জিনিস রাখার একটি নির্দিষ্ট নিয়মের কথা উল্লেখ রয়েছে। সঠিক স্থানে ঠিক জিনিস না রাখলে সেই বাড়িতে নেতিবাচক শক্তির আগমন হয়।
বাস্তুশাস্ত্রে আয়না সম্পর্কে বহু নিয়মের কথা উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, যদি কেউ বাড়িতে একাধিক আয়না ব্যবহার করেন, তাহলে সঠিকভাবে করা উচিত।
এমনটা বিশ্বাস করা হয় যে, ঘরে বেশি আয়না থাকলে সেক্ষেত্রে শক্তির ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। অনেক সময় একাধিক আয়নার ফলে বেশি নেতিবাচক শক্তি সঞ্চারিত হয়।
আসলে পুরোটাই নির্ভর করছে, বাড়ির ঠিক কোন জায়গায় আয়না রাখা হচ্ছে তার উপর। যে কোনও বাড়ির কয়েকটি স্থান আয়না রাখার জন্য একেবারেই শুভ নয়।
যদি বুঝতে না পারেন ঠিক কোথায় কোথায় আয়না রাখবেন, তা হলে সেক্ষেত্রে বাড়িতে একটি আয়না রাখাই শ্রেয়। একাধিক আয়না রাখবেন না।
বাস্তুশাস্ত্র মতে বাড়ির শোবার ঘরে কখনও আয়না রাখবেন না। তা হলে দাম্পত্য কলহ তৈরি হতে পারে। সম্পর্কহানি হতে পারে।
যে কোনও বাড়িতে সবসময় গোলাকার বা আয়তাক্ষেত্রকার আয়না রাখা উচিত। ত্রিকোণাকার বা অন্য কোনও আকারের আয়না রাখা ভালো নয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।