8th January, 2025

বাড়ির এই দিকে রাখুন গৌতম বুদ্ধের মূর্তি, হবে টাকার বৃষ্টি

Credit - META AI, Pixabay

TV9 Bangla

অনেক ব্যক্তি নিজের বাড়িতে গৌতম বুদ্ধের মূর্তি রাখেন। কেউ কেউ তো ঘর সাজানোর জন্য বুদ্ধের মূর্তি বেছে নেন।

কেউ কেউ আবার বাস্তুশাস্ত্রের গুরুত্ব মাথায় রেখে বাড়িতে এই মূর্তি রাখেন। জানেন কোনদিকে বুদ্ধ মূর্তি রাখলে হবে টাকার বৃষ্টি?

বাস্তুশাস্ত্রে ভগবান বুদ্ধের মূর্তিকে বেশ শুভ বলে মনে করা হয়। বাড়িতে ভগবান বুদ্ধের মূর্তি রাখলে সুখ, শান্তি ও ধন-সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়।

বলা হয় বাড়িতে এই মূর্তি থাকলে সব ধরনের কষ্টের অবসান হয়। বাস্তু বিশেষজ্ঞদের মতানুযায়ী, বাড়ির ডান কোণে ভগবান বুদ্ধের মূর্তি রাখলে ইতিবাচক শক্তির আগমন ঘটে।

বাড়িতে ভগবান বুদ্ধের মূর্তি স্থাপন করার আগে অবশ্য বাস্তু নিয়ম মানা আবশ্যিক। বাড়ির কোথায় কোথায় রাখতে পারেন বুদ্ধমূর্তি?

বাড়ির মন্দিরে, স্টাডিরুমে, বসার ঘরে রাখা যায় এই মূর্তি। রান্নাঘরে, বাথরুমে বা বেডরুমে কখনও ভগবান বুদ্ধের মূর্তি স্থাপন করবেন না। 

বাস্তুশাস্ত্র অনুসারে, ভগবান বুদ্ধের মূর্তি বাড়ির ডানদিকে ও পশ্চিম দিকে কাত করে রাখা শুভ। বিশ্বাস করা হয় যে, এভাবে বুদ্ধ মূর্তি রাখলে বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকে। অর্থ আসে।

বাড়িতে ইতিবাচক শক্তি আনতে চাইলে আশীর্বাদ ভঙ্গিতে ভগবান বুদ্ধের মূর্তি রাখতে পারেন। এইরকম মূর্তি রাখলে বাস্তু দোষ দূর হয়।