বাড়ির চৌহদ্দিতে ভুলেও রাখবেন না এই ২ গাছ, নইলেই বিপদ!
TV9 Bangla
Credit - Canva
বাস্তুশাস্ত্রে একাধিক গাছের কথা উল্লেখ রয়েছে, যেগুলি বাড়ির ভেতর রাখা শুভ। ঠিক একইরকম ভাবে বাস্তুশাস্ত্রে এমন নানা গাছের কথা বলা রয়েছে, যা বাড়িতে একেবারেই রাখা ভালো নয়।
মানুষ নিজের শখ পুরণ করতে বাড়ির ভেতরে নানা জায়গায় বিভিন্ন গাছ রাখেন। অনেকে বাড়ির উঠোনে বাগান করেন। বা আলাদা করে ছাদবাগানও করেন।
বাস্তুশাস্ত্র মতে এমন বেশ কয়েকটি গাছ রয়েছে, যা বাড়িতে রাখলে ইতিবাচক শক্তি আসে। নেতিবাচক শক্তি দূর হয়। সাফল্য ধরা দেয়।
ভালোর পিঠে মন্দও থাকে। ফলে বাস্তুশাস্ত্র মতে এমন দুই গাছ রয়েছে যা বাড়ির চৌহদ্দিতে রাখা মোটেও ঠিক নয়। রাখলেই জীবনে ঘনিয়ে আসবে বিপদ।
অনেকে ঘর সাজাতে গিয়ে ভুল করে তুলে আনেন এমন কিছু গাছ, যা ভবিষ্যতে ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। এই গাছগুলির মধ্যে অন্যতম হল ক্যাকটাস।
ছোট ছোট ক্যাকটাস গাছ অনেকে বাড়ির ভেতর রাখেন। বাস্তুশাস্ত্র মতে, এই গাছ বাড়িতে রাখা ভালো নয়। তা হলে পরিবারে ঝগড়া বাড়ে। উন্নতিতে বাধা আসে।
তেঁতুল গাছ বাড়ির চৌহদ্দিতে ভুলেও রাখবেন না। এটি বাড়িতে নেগেটিভ এনার্জির পাশাপাশি আর্থিক অনটনের সমস্যা তৈরি করে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।