12th June, 2025
ভুল করে তুলসী গাছ উপড়ে ফেলেছেন? জানেন এর ফল কতটা মারাত্মক!
TV9 Bangla
Credit - X, PTI, Getty Image
হিন্দুধর্মে সবসময় তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে ধরা হয়। প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে।
বাস্তুশাস্ত্র যদি মানেন, তা হলে সঠিক আচার মেনে তুলসী পাতা তুলতে হয়। নইলে পাপ হয়। অকারণে তুলসী গাছে হাত দিতে নেই।
ভুল করেও নখ দিয়ে তুলসী পাতা ছিঁড়তে নেই। একাদশীর দিন ও রবিবার তুলসী গাছে যেমন জল দিতে নেই, তেমনই এই দুই দিন এই গাছের পাতাও তুলতে নেই।
যদি কেউ উপড়ে ফেলেন এই গাছ, তা হলে কি সেই ব্যক্তির পাপ হয়? বাস্তুশাস্ত্র এই প্রসঙ্গে কী বলছে, জানুন বিশেষ নিয়ম।
হিন্দু ধর্মে যেহেতু তুলসী গাছকে খুবই পবিত্র মনে করা হয়, তাই বলা হয় তুলসী গাছ যদি কেউ উপড়ে ফেলেন, তা হলে সেই ব্যক্তির পাপ হয়।
বাস্তুশাস্ত্র মতে রাতের বেলা ভুল করেও তুলসী গাছে হাত দেবেন না। রাত্রিবেলা তুলসী গাছের পাতা ছেঁড়া মোটেও শুভ বলে ধরা হয় না।
যদি বাড়ির তুলসী গাছ শুকিয়ে যায়, তাহলেও সেটি উপড়ে ফেলে দেবেন না। বা পুড়িয়ে দেবেন না। গাছটি তুলে মাটির নীচে পুঁতে দিতে হবে।
বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের বক্তব্য ধর্মীয় বিশ্বাস ও বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।
আরও পড়ুন