২০২৫-এ অর্থকষ্ট দূর করতে চান? বাড়িতে আনুন কুবেরের ৩ প্রিয় গাছ
Credit - Getty Images, Canva, Pinterest
TV9 Bangla
গাছ লাগানো, গাছের পরিচর্চা অনেকের প্রিয় কাজ। বাড়িতে এক চিলতে ছাদ বাগান আজকাল অনেকে বানান। মন ভালো করে এই ছাদ বাগান।
আবার বাড়ির ভিতরেও অনেকে নানা গাছ রাখেন। ঘরের সৌন্দর্য বাড়ায় গাছ। সঙ্গে নিয়ে আসে নানা ইতিবাচক শক্তি ও অর্থ।
হিন্দু ধর্মে সকল দেব দেবীর সঙ্গে কোনও না কোনও ফুল বা গাছের বিষয় যুক্ত। কোনও দেবতার প্রিয় গাছ লাগালে নানা শুভ ফল পাওয়া যায়।
ধনসম্পদের দেবতা কুবেরদেবের প্রিয় গাছ রয়েছে তিনটি। যা লাগালে বাড়িতে ধনসম্পদ ভরে যাবে। কুবেরদেবের অন্যতম প্রিয় গাছ হল হলুদ।
বাড়ির উত্তর দিকে হলুদ গাছ রাখতে পারেন। এটি করলে বাড়িতে আর্থিক সমস্যা দূর হবে। হলুদ বৃহস্পতি শক্তিশালী করে। আর বৃহস্পতি ভালো অবস্থায় থাকলে আয়ের পথ খোলে।
ধনসম্পদের দেবতা কুবেরদেবের অন্যতম প্রিয় গাছ জবা। তা উত্তরদিকে রাখলে বাড়িতে কোনও বাধা আসে না। আর্থিক পথ সুগম হয়।
লক্ষ্মীলাভে এবং মঙ্গলের দোষে বাড়িতে লাল জবার গাছ লাগান। সূর্যদেবকে তুষ্ট করে নেতৃত্বগুণ বাড়াতে বাড়িতে হলুদ জবা গাছ লাগাতে পারেন।
কুবেরদেবের আর এক প্রিয় গাছ ক্র্যাসুলা। তা বাড়ির দক্ষিণ-পশ্চিম বা উত্তরদিকে রাখতে পারেন। চাকরির উন্নতির সম্ভবনা থাকে।