রান্নায় লবন না থাকলে খাবারের স্বাদই যেন মাটি। প্রতিটি হেঁশেলে লবন থাকে, কিন্তু অনেকেই জানেন না এর বিরাট গুণ রয়েছে।
বাস্তুশাস্ত্র মতে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে এবং ধন ও সম্পদ লাভের জন্য লবনকে খুবই উপকারী মনে করা হয়।
লবনের এই অলৌকিক গুণের কথা অনেকেরই অজানা। কয়েকটি সহজ উপায়ে লবন ব্যবহার করে সেই ব্যক্তি আর্থিক কষ্ট ঘুচবে।
বাড়ির উত্তর-পূর্ব দিকে এক পাত্র জলে কিছু লবন গুলে রেখে দিন। প্রতিদিন সেই জল পরিবর্তন করবে হবে। এই উপায়ে অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়।
ঘর পরিষ্কার করার জলে এক চিমটি লবন মেশাতে পারেন। সপ্তাহে দু'বার এভাবে ঘর পরিষ্কার করলে নেতিবাচক শক্তি দূর হয়। এবং আর্থিক লাভের সম্ভবনা বাড়ে।
বাড়ির মূল দরজায় লাল কাপড়ে লবন বেঁধে রাখতে পারেন। প্রতি সপ্তাহে তা পরিবর্তন করতে হবে। বাস্তুমতে বাড়ির মূল দরজায় এইভাবে লবন রাখলে আর্থিক সমস্যা দূর হয়।
বাথরুম বা বেডরুমে লবন ভর্তি কাচের পাত্র রাখতে পারেন। এমনটা করলে নেতিবাচকতা দূর হয়। এবং বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
বিশেষ দ্রষ্টব্য, এখানে দেওয়া সকল তথ্য শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। উল্লেখ্য, টিভি নাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না।