10 th July, 2025
বেডরুমে ঠাকুরের ছবি রাখেন? আপনার জীবনে কী হচ্ছে জানেন...
TV9 Bangla
Credit - Getty Images
দেবদেবীর আরাধনা করেন অনেকেই। ঘরে রাখেন তাদের ছবি। তবে সেটি রাখারও নির্দিষ্ট স্থান রয়েছে, যা জানেন না অনেকেই।
ঘরে পজেটিভ এনার্জি তৈরি করতে বাস্তু মেনে চলা গুরুত্বপূর্ণ। বাস্তু ঠিক না থাকলে, সংসারে অশান্তি হয়। আর্থিক কষ্ট তৈরি হয়।
অনেকেই নিজেদের বেডরুমে দেব-দেবীর ছবি রাখেন। এটা কি উচিত? বাস্তুশাস্ত্রে কী বলে?
বাস্তু মতে, শোবার ঘরে ঈশ্বরের ছবি রাখা নিষিদ্ধ। এতে জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়।
বেডরুমে দেব-দেবীর ছবি রাখলে স্বামী-স্ত্রীর সম্পর্ক তিক্ত হয়।
এছাড়া বেডরুমে কোনও ধর্মগুরু বা মৃত ব্যক্তির ছবিও রাখা উচিত নয়। এতেও অশান্তি সৃষ্টি হয়।
যদি একান্তই কোনও দেব-দেবীর ছবি রাখতে চান, তাহলে বাস্তু অনুসারে বেডরুমে রাধা-কৃষ্ণের ছবি রাখতে পারেন।
বেডরুমে মা কালী বা ভৈরবের মতো শক্তির দেবতার ছবি রাখা উচিত নয়।
এছাড়া বেডরুমে শিব ও পার্বতীর ছবিও রাখতে পারেন। এতে ঘরে সুখ-শান্তির পরিবেশ তৈরি হয়। ঘরের পূর্ব দিক বা উত্তর দিকে ঈশ্বরের ছবি রাখা উচিত।
আরও পড়ুন