বাস্তুশাস্ত্র মানলে বদলে ফেলুন বাড়ির রং, জানুন কোনটা শুভ আর অশুভ
TV9 Bangla
Credit - Freepik
প্রত্যেকের জীবনে রংয়ের অনেক গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্র এবং ফেংশুই মতে বাড়ির রং কোনও ব্যক্তির ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
প্রতিটি রঙের যেহেতু নিজস্ব অর্থ রয়েছে। বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে ঘরের রঙ যেহেতু গুরুত্বপূর্ণ, তাই এটি ভেবেচিন্তে ব্যবহার করা দরকার।
সবুজ রঙ বুদ্ধিমত্তার প্রতীক। লাল বা কমলা রঙ শক্তির প্রতীক। কালো রঙ নির্মমতা বা কঠোরতাকে তুলে ধরে। সাদা রঙকে ইতিবাচক হিসেবে ধরা হয়। যা স্নেহ, শীতলতা ও ধৈর্যর প্রতীক রূপে বিবেচিত হয়।
বাস্তুশাস্ত্র মতে বাড়ির ড্রয়িং রুম বা লিভিং রুমে হালকা রং ব্যবহার করা উচিত। সেখানে গোলাপি, সাদা রঙ বেশি ব্যবহার করুন।
যদি বাড়ির বাচ্চা অলস প্রকৃতির হয়, তা হলে তাদের ঘরে লাল বা কমলা রং ব্যবহার করা উচিত। আর যদি বাড়ির শিশুটি সক্রিয় হয়, তা হলে সবুজ বা হলুদ রঙে রাঙানো ভালো।
রান্নাঘর বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। যা পুরো বাড়িতে শক্তি ছড়িয়ে দেয়। যাদের বাড়ির রান্নাঘর দক্ষিণ দিকে, তারা কমলা বা লাল রং করতে পারেন।
বাড়িতে বেশ কয়েকটি রঙ একেবারেই ব্যবহার করা উচিত নয়। সেগুলি হল - কালো, বেগুনি ও নীল। এইসকল রঙগুলো শনি ও রাহুর রঙ।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।