সর্বনাশ! বাড়ির মূল দরজায় এসব রেখেছেন? বিপদ ডাকছেন অজান্তেই
TV9 Bangla
Credit - Pinterest
বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে বেশ কিছু জিনিস রাখা ভালো নয়। যাঁরা বাস্তুশাস্ত্র মানেন, তাঁরা এই দিকটিতে নজর রাখেন। কোন জিনিস বাড়িতে রাখলে ইতিবাচকতা ছড়িয়ে পড়বে, তারও উল্লেখ রয়েছে বাস্তুশাস্ত্রে।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির মূল দরজার ভীষণ গুরুত্ব রয়েছে। কারণ সেখান থেকে ইতিবাচক ও নেতিবাচক দুই শক্তিই ঘরে ঢুকে পড়তে পারে। এই পরিস্থিতিতে মূল দরজা বরাবর পরিষ্কার রাখতে হবে।
অনেক সময় বাড়িতে প্রবেশের প্রধান দরজা যাতে সুন্দর দেখায়, তাই নানা জিনিস রাখা হয়। কিছু জিনিস মূল দরজার সামনে রাখা শুভ। এবং বেশ কিছু জিনিস বাড়ির প্রধান দরজার সামনে রাখা চলে না।
বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির মূল দরজার সামনে বা কাছাকাছি ভুলেও জুতো রাখা উচিত নয়। কথিত আছে, বাড়ির মূল দরজায় জুতো, চপ্পল রাখলে লক্ষ্মী দেবী সেই বাড়িতে প্রবেশ করেন না। তিনি সন্তুষ্ট না হয়ে ফিরে যান।
শুকনো বা শুকিয়ে যাওয়া গাছ বা গাছপালা ভুলেও বাড়ির মূল প্রবেশ দ্বারে রাখবেন না। বাস্তুশাস্ত্র মতে, এমন কাজ করলে বাড়িতে নেতিবাচক শক্তি বেড়ে যায়। আর্থিক দিকটি ক্ষতিগ্রস্থ হয়।
বাস্তুশাস্ত্র মতে দেবী লক্ষ্মী বা গণেশের মূর্তি কিংবা ছবি কখনও বাড়ির মূল প্রবেশ দ্বারে রাখা ঠিক নয়। এমনটা বিশ্বাস করা হয়, যে পরিবারে এইরকম ছবি রাখা হয়, সেখানে থাকা সদস্যদের উন্নতি হয় না।
বাড়ির মূল দরজার সামনে ভুলেও ডাস্টবিন রাখবেন না। বাস্তুশাস্ত্র মতে, এই কাজকে অশুভ বলা হয়। এতে জীবনে অশান্তি বাড়ে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র সংক্রান্ত বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।