হিন্দুধর্ম অনুযায়ী, পুজোর আলাদা গুরুত্ব রয়েছে। অনেকের বাড়িতে আলাদা পুজোর ঘর থাকে। কারও কারও বাড়িতে ঠাকুরের জন্য কাঠের সিংহাসন রাখা হয়।
অনেকেই নিজের সাধের বাড়িতে ভালো করে ঠাকুর ঘর সাজান। কেউ কেউ মার্বেলের সিংহাসন বেছে নেন। কেউ আবার কাঠের।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঠাকুর ঘরে কাঠের সিংহাসন রাখার সময় বেশ কিছু নিয়ম মেনে চলা জরুরি। সেই নিয়ম উপেক্ষা করলে বাড়ির সুখ-শান্তি নষ্ট হয়।
বাড়িতে ঠাকুরের জন্য কাঠের সিংহাসন কেমন বাছতে পারেন? লাল চন্দন বা সেগুন কাঠের সিংহাসন বাড়িতে রাখা ভালো। সেই কাঠের সিংহাসনে যেন উইপোকা না থাকে।
কাঠের সিংহাসন সব সময় পূর্ব দিকে রাখতে হবে। কখনও কাঠের সিংহাসন শোওয়ার ঘর ও বাথরুমের কাছে রাখা উচিত নয়।
বাড়িতে কাঠের সিংহাসন রাখলে সেখানে এমনি এমনি দেব-দেবীদের প্রতিষ্ঠা করবেন না। প্রথমে সিংহাসনে লাল-হলুদ বস্ত্র বিছিয়ে নিতে হবে। তারপর দেব-দেবীদের প্রতিষ্ঠা করতে হবে।
কোন দিন বাড়িতে কাঠের সিংহাসন প্রতিষ্ঠা করবেন? সপ্তাহের চারটে দিন এর জন্য গুরুত্বপূর্ণ। সেগুলি হল - সোম, বুধ, বৃহস্পতি ও শুক্রবার।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।