কোভিড ১৯ পর HMPV, চিনের ভাইরাস আতঙ্কের কারণে এমনিই খবরের শিরনামে। তার উপরে আরও যা যা সব ঘটছে সেই দেশে যা জানলে শুনলে চোখ কপালে ওঠে।
হঠাৎই খবর নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বিয়ে হয়নি, শারীরিক সম্পর্কও হয়নি তবু গর্ভবতী হয়ে পড়ছেন একের পর এক যুবতী। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি!
সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন অনুসারে নাকি এমনটাই ঘটছে চিনে। কেবল ফটোশ্যুট করার জন্য নাকি গর্ভবতী হচ্ছেন কুমারী মেয়েরা। কিন্তু কুমারী মহিলা কী ভাবে গর্ভবতী হচ্ছেন?
ওই প্রতিবেদন অনুসারে কেবল জেনারেশন z-এর মধ্যেই দেখা যাচ্ছে এই প্রবণতা। যা দেখে কার্যত চোখ কপালে উঠেছে প্রবীণ চিনাদের।
আসলে জেনারেশন z-এর যুবতীদের অনেকের ধারণা ৩০ বা ৩২ বছর বয়সে গিয়ে তাঁরা যখন সত্যি সত্যি গর্ভবতী হবেন তখন তাঁদের আর ২৬ বছরের মতো দেখাবে না।
বয়স বেড়ে যাওয়ার কারণে তাঁর প্রভাব পড়বে মুখে। বলি রেখা দেখা দিতে পারে। তাই ২৬ বছর বয়সে গর্ভবতী সেজে ফটোশ্যুট করে রাখছেন তাঁরা। পরে সত্যিকারের গর্ভবতী হলে সেই সব ছবি পোস্ট করবেন।
সমাজ মাধ্যমে নিজের ফলোয়ার সংখ্যা বেশি রাখতে এবং বেশি বেশি লাইক বা ভিউ সংগ্রহ করতেই এই ট্রেন্ড দেখা গিয়েছে নব প্রজন্মের যুবতীদের মধ্যে।
ঘটনাটি সামনে আসতেই সমাজমাধ্যমে অনেকে নানা রকমের মন্তব্য করেছেন। কেউ সমর্থন করেছেন কেউ আবার মজা করে বলেছেন, "ভাবছি মরার আগে সেই ছবিটা তুলে রাখব।"