24 June 2024
ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে? আপনার ডায়েটে এগুলি রাখুন
credit: istock
TV9 Bangla
ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যাচ্ছে? নানা প্রসাধনী মুখে লাগিয়েও ত্বকের জেল্লা ফিরছে না? তাহলে এর পিছনে থাকতে পারে ভিটামিনের ঘাটতি।
উজ্জ্বল ত্বক পেতে আমরা অনেক সময়ই নামী-দামি প্রসাধনী ব্যবহার করি। কিন্তু, কেবল বাইরে থেকে যত্ন নিলেই চলবে না, ত্বকের ভিতর থেকে পুষ্টি হওয়া জরুরি।
শরীর সুস্থ ও ফিট রাখতে যেমন সুষম খাবার, সবজি ও ফল খাওয়া জরুরি, তেমনই ত্বক থেকে চুলের পুষ্টির জন্যও খাদ্য খুব গুরুত্বপূর্ণ।
ত্বক কোমল ও উজ্জ্বল রাখার জন্য খুব জরুরি ভিটামিন-সি। তাই প্রতিদিনের ডায়েটে ভিটামিন-সি সমৃদ্ধ খাবার রাখুন।
বিশিষ্ট পুষ্টিবিদের মতে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিনের ডায়েটে ৯০ মিলিগ্রাম এবং মহিলার ডায়েটে ৭৫ মিলিগ্রাম ভিটামিন-সি সমৃদ্ধ খাবার রাখা জরুরি।
ভিটামিন-সি -র ভাল উৎস সাইট্রাস ফল। তাই প্রতিদিনের ডায়েটে সাইট্রাস ফল, আমলকি, লেবু, পেয়ারা রাখুন।
পালংশাক, ব্রকলি, ক্যাপসিকামের মতো বিভিন্ন সবজিতেও প্রচুর মাত্রায় ভিটামিন সি রয়েছে। এগুলি রোজের খাদ্য তালিকায় রাখুন।
ভিটামিন-সি -র অন্যতম উৎস হল, দুধ ও দুধজাতীয় খাবার। তাই প্রতিদিনের ডায়েটে অবশ্যই দুধ অথবা পনির, ছানা, ঘি, মাখন, চিজের মতো খাবার অন্তর্ভুক্ত করুন।
আরও পড়ুন